ভ্য়াকসিন নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না। জানিয়ে দিলেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। করোনা ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি কতটা তা নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেন সিরাম ইনস্টিটিউটের সিইও। এদিন তিনি বলেন, ভ্য়াকসিন নিলে সংক্রমণ ছড়াবে না। হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হবে না।
শনিবার আদার পুনাওয়ালা বলেন, কোভিশিল্ড মৃত্য়ুর হার কমাতে সহায়ক হবে। ভ্য়াকসিন নিলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা শূন্য়তে নেমে আসবে। ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে ৬০ শতাংশ। বিশ্বজুড়ে কোভিশিল্ডের ট্রায়ালে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা শূন্য়। আদার পুনাওয়ালার কথায়, প্রাথমিকভাবে সারা ভারতে এই ভ্য়াকসিন বন্টন করা হবে। তারপর তা বন্টন করা হবে কোভ্য়াক্স দেশগুলিতে। বিশেষত আফ্রিকার দিকে নজর দেওয়া হবে।
ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি দেখতে এদিন পুণের সিরাম ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে আদার পুনাওয়ালা বলেন, প্রধানমন্ত্রীকে ভ্য়াকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য় দেওয়া হয়েছে। ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকার কত ভ্য়াকসিন কিনবে তা জানা যায়নি। তবে আমাদের আশা স্বাস্থ্য় মন্ত্রক জুলাই মাসের মধ্য়ে ৩০ থেকে ৪০ কোটি ডোজ কিনবে।
ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি কোন পর্যায়ে তা দেখতে শনিবার ৩ রাজ্য়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রথমে আমদাবাদের জাইডাস বায়েটেকে যান তিনি। এক ঘণ্টা সেখানে ছিলেন তিনি। এরপর হায়দরাবাদে ভারত বায়োটেকে যান প্রধানমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সবশেষে সিরাম ইনস্টিটিউটে যান নরেন্দ্র মোদি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভ্য়াকসিন নিলে হাসপাতালে যাওয়ার দরকার হবে না, জানালেন সিরামের সিইও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 09:22 PM (IST)
শনিবার আদার পুনাওয়ালা বলেন, কোভিশিল্ড মৃত্য়ুর হার কমাতে সহায়ক হবে। ভ্য়াকসিন নিলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা শূন্য়তে নেমে আসবে। ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে ৬০ শতাংশ। বিশ্বজুড়ে কোভিশিল্ডের ট্রায়ালে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা শূন্য়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -