মুম্বই: বীর সাভারকরকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। সাভারকর-ইকোস ফ্রম এ ফরগটেন পাস্ট নামে এক বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে তিনি দেশ বিভাজনের সময় সাভারকর প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তানের সৃষ্টিই হত না বলে অভিমত জানিয়েছেন। বলেছেন, সাভারকরকে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত। (মহাত্মা)গাঁধী এবং (প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল) নেহরুর ভূমিকা অস্বীকার করছি না, কিন্তু রাজনৈতিক ময়দানে দেশে দুটি পরিবারের বাইরেও অনেকে ছিলেন। সাভারকর দীর্ঘ ১৪টা বছর কারাগারে ছিলেন। নেহরু ১৪ মিনিটও জেলে থাকলে তাঁকে বীর বলতাম।
অতীতে সাভারকর সহ হিন্দুত্বের প্রবক্তাদের কটাক্ষ করার অভিযোগে রাহুল গাঁধীকেও খোঁচা দিয়ে তাঁকে ওই বইয়ের একটা কপি দেওয়া উচিত বলে মন্তব্য করেন উদ্ধব। বইয়ের লেখক বিক্রম সম্পতকেও তিনি বলেন, তিনিও বইটির একাধিক কপি কিনবেন, সেটি যাতে রাজ্যের প্রতিটি স্কুল, কলেজে পড়ানো হয়, পাঠাগারেও রাখা হয়, এমপি, এমএলএ-দেরও পড়া বাধ্যতামূলক করা হয়, তা সুনিশ্চিত করবেন।
সম্পতও বলেন, সাভারকরের কাহিনি ‘লেখা, শোনা ও পড়ার মতোই’। জানান, ২০০৩-০৪ এ আন্দামানের সেলুলার জেলে একটি ফলক সরানোকে কেন্দ্র করে যখন বিতর্ক হয়েছিল, সেসময় সাভারকরের জীবনকাহিনি তাঁকে ‘নেশা’র মতো পেয়ে বসেছিল।