হায়দরাবাদ: তিন কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়ে ৭৯ বছরের বৃদ্ধ বাবাকেই রাস্তায় বের করে দিল তিন ছেলে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার সিদ্দিপেট জেলার মাধিরা গ্রামে। জেলা পুলিশ ও প্রশাসনের বারবার অনুরোধেও বাবার দিকে ফিরে তাকায়নি তিন ছেলেই। শেষমেষ পুলিশের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা রুজু হয়েছে তিন অভিযুক্তের বিরুদ্ধে। এখন তিন ছেলেই জেলে।
পথু সুধাকর (৪৫), পথু জনার্দন (৪৮), পথু রবিন্দর (৫২) তিন ছেলে মিলে বাবা পথু মাল্যর কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে। শুধু বাবার সম্পত্তি দখল করেই থামেনি তারা, মায়ের যাবতীয় সোনা-রূপার গয়নাও হাতিয়ে নিয়েছে। বাবাকে খেতে না গিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারা। বাবার সঙ্গে এই নির্মম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে আমল দেয়নি তারা। গ্রামবাসীরাই নির্যাতিত পথু মাল্যকে সরকারি হোমে পাঠায়। উপরন্তু গ্রামবাসীরা বাবার পাশে দা়ঁড়ালে বা তাঁকে খেতে দিলে তাঁদেরই হুমকি দেয় তিনজন। বাবাকে দেখভালের জন্য ছেলেদের কাউন্সেলিং করিয়েছিল পুলিশ। রাজস্ব বিভাগের তরফে ছেলেদের বোঝানো হয়। কিন্তু সেসবে আমল দেয়নি তিন ছেলে। সরকারি হোমে পথু মাল্যর শারীরিক অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কোহেদা থানার এস আই রাজ কুমারের কথায়, ‘‘ছেলেরা যে বড়ই নির্দয়, নির্মম এটা তার প্রমাণ। পুলিশ, রাজস্ব বিভাগ, গ্রামবাসীরা বারবার বলার পরেও তারা বাবার দিকে ফিরেও তাকায়নি।’’
উপরন্তু বাবার টাকা দিয়েই এক ছেলে বাড়ি বানিয়েছে। অন্য দু-জন বাড়ি কিনেছে। মাধিরা গ্রামের রেভিনিউ অফিসার কোহেদা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে তিন ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এ্কাধিক ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। তার মধ্যে রয়েছে প্রতারণা, প্রবীণ নাগরিককে দেখভালের মতো আইনের ধারা। বাড়িু-ঘর ছেড়ে তিন অভিযুক্ত ছেলে এখন হুজুরাবাদ জেলে বন্দি।
‘ওদের হৃদয় নেই!’ ৩ কোটির সম্পত্তি হাতিয়ে ৭৯ বছরের বাবাকে রাস্তায় বের করে দিল ৩ ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2020 11:11 AM (IST)
শুধু বাবার সম্পত্তি দখল করেই থামেনি তারা, মায়ের যাবতীয় সোনা-রূপার গয়নাও হাতিয়ে নিয়েছে। বাবাকে খেতে না গিয়ে বাড়ি থেকে বের করে দেয় তারা। বাবার সঙ্গে এই নির্মম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে আমল দেয়নি তারা।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -