কলকাতা: ধনতেরসে (Dhanteras) সোনা, রুপো কেনা ভারতের ঐতিহ্য। যা বহু বছর ধরে চলে আসছে। তবে করোনাকালে পকেটে টান সাধারণ মানুষের। একাংশে কাছে সোনা কার্যত ধরা ছোঁয়ার বাইরে। তা বলে কি ধনতেরসে সোনা কেনা হবে না? তবে প্রচুর টাকা খরচ করতে না চাইলেও ক্ষতি নেই। এবার মাত্র ১ টাকাতেই কেনা যাবে ডিজিটাল সোনা (Digital Gold)। এমন সুযোগ নিয়ে এসেছে পেটিএম, গুগুল পে, ফোন পে-র মতো মোবাইল অ্যাপ। জানা গিয়েছে, উৎসবের মরসুমে ৯৯.৯৯ শতাংশ খাঁটি সোনা মিলবে মাত্র ১ টাকায়।


এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ছাড়াও মতিলাল ওসওয়ালের গ্রাহকরা এই ডিজিটাল সোনা কিনতে পারবেন। বর্তমানে ডিজিটাল গোল্ড বিনিয়োগের অন্যতম ভরসাযোগ্য অংশ হয়ে উঠেছে। কীভাবে কিনবেন এই সোনার কয়েন?



  • প্রথমে গুগল পে অ্যাকাউন্ট খুলুন।

  • স্ক্রোল ডাউন করে গোল্ড অপশনে ক্লিক করতে হবে।

  • টাকা পেমেন্ট করে ডিজিটাল গোল্ড কিনে ফেলতে পারেন।

  • কেনার উপর ৩ শতাংশ জিএসটি ধার্য করা হবে।

  • মোবাইল ওয়ালেটের সোনার লকারে এই সোনার কয়েন সুরক্ষিত থাকবে।

  • একইসঙ্গে এই সোনা বিক্রি, কাউকে পাঠানো বা কাউকে উপহারও দেওয়া যেতে পারে।

  • সোনা বিক্রি করতে চাইলে ‘Sell’ অপশনে ক্লিক করতে হবে।

  • কাউকে উপহার দিতে চাইলে ‘Gift’ অপশনে ক্লিক করতে হবে।


কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে। উত্তর ভারতের ধনতেরসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে। কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। তবে কোনও কোনও পুরোহিতের মতে, কিছু কিছু জিনিস কেনা হিতে বিপরীত হতে পারে। তবে সবটাই মানুষের বিশ্বাস, সত্য -মিথ্যা পরীক্ষিত নয়। 


আরও পড়ুন: Dhanteras 2021 : 'ধনতেরসে ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়', শুভক্ষণ ঘিরে আর কী বিশ্বাস?