আবু ধাবি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে আবু ধাবিতে নামছে আফগানিস্তান ও নামিবিয়া। সেই ম্যাচেই শেষ বারের মতো ২২ গজে নামতে চলেছেন প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগান। সবরকমের ফর্ম্যাট থেকে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইটে সে কথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ''টি২০ ক্রিকেটে ধোনিকে ছাপিয়ে টানা জয়ের রেকর্ড যে ক্যাপ্টেনের দখলে আফগানিস্তানের সেই প্রাক্তন অধিনায়ক আসগর আফগান রবিবার নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবেন। এসিবি আসগরের সিদ্ধান্তকে সম্মান জানায়। দেশের হয়ে ওঁর অবদানকে কুর্নিশ জানাতে চায়। ওঁর জায়গা নেওয়ার জন্য তরুণ আফগান ক্রিকেটারদের অনেক পরিশ্রম করতে হবে।''
২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আসগর আফগানের। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে ৬ টেস্ট, ১১৪টি ওয়ান ডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা পোশাকের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ২০১৮ সালে অভিষেক হয়। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচের মাধ্যে টেস্টের আঙিনায় প্রবেশ করেছিল আফগানিস্তান ক্রিকেট দলও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে ১ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে। গ্রুপে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। পাকিস্তান গ্রুপে শীর্ষে রয়েছে এই মুহূর্তে।
আরও পড়ুন: আজ দুবাইয়ে কিউয়িদের বিরুদ্ধে নামছেন বিরাটরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?