কলকাতা: একটি বিশেষ আইড্রপের লাইসেন্স বাতিল করল ভারতের ওষুধ নিয়ামক সংস্থা DCGI (Drug Controller General of India)


কোন আইড্রপ?
Entod Pharmaceuticals-এর PresVu নামের একটি আইড্রপের লাইসেন্স বাতিল করা হয়েছে। যাঁদের Presbyopia রয়েছে তাঁদের রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে।


কেন এমন সিদ্ধান্ত? 
বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থা বেআইনি ভাবে এই ওষুধের প্রোমোশন করছিল। ওষুধটির মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারের তরফে। রোগীরাও ভুল ব্য়বহার করছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারের একটি সূত্রে বলা হয়েছে, এই ওষুধটি ডাক্তার প্রেসক্রিপশনে লিখলে তবেই ব্য়বহার করার কথা এটি। কিন্তু OTC বা ওভার দি কাউন্টার ড্রাগ হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। 


যদিও এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হবে তারা। একটি বিবৃতি জারি করে, সংস্থার তরফে জানানো হয়েছে, 'DCGI থেকে যে সম্মতি আমরা পেয়েছি সেটা ২৩৪ জন রোগীর উপর করা নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে পেয়েছি। ওই পরীক্ষায় Presbyopia-এর রোগীদের ক্ষেত্রে কার্যক্ষমতার প্রমাণও মিলেছে।' এর সঙ্গেই ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে যে উপাদান ও যে পরিমাপে তাদের আইড্রপ তৈরি হয়েছে, সেই একই পরিমাপ ও উপাদান থাকা অন্য সংস্থার তৈরি আইড্রপ US FDA থেকে সিলমোহর পেয়েছে এবং গত ৩ বছর ধরে কোনও সমস্যা ছাড়াই ব্যবহার হচ্ছে।


অভিযোগ কোথায়?
সিএনবিসি-এর একটি প্রতিবেদন অনুযায়ী, Central Drugs Standard Control Organisation- এর তরফে জানানো হয়েছে, PresVu-বলতে পারে না যে এই আইড্রপ ব্য়বহার করলে রিডিং গ্লাসের পরিমাণ কমে যাবে। ওই ওষুধ শুধুমাত্র Presbyopia-এর রোগীদের চিকিৎসা করার জন্য। কাছের দৃষ্টি আরও ভাল করা বা আর কোনও বিষয় নিয়ে দাবি করার কথা নয়। কিন্তু ওষুধের সংস্থার তরফে এমনই দাবি করা হয়েছে বলে দাবি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়


আরও পড়ুন: RG Kar Protest: সরকারের প্রস্তাব মেনে বন্ধ ঘরে আলোচনা কেন চাইছেন না তাঁরা? স্পষ্ট বোঝালেন জুনিয়র ডাক্তাররা