শ্রীনগর: করোনা আবহের মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন এলাকায় গুলির লড়াইয়ে নিহত ৩ জইশ-ই-মহম্মদ জঙ্গি। নিহতদের মধ্যে জইশের এক আইইডি বিশেষজ্ঞ রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ান।


জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। এদিন সকালে গোটা এলাকা ঘিরে ফেলে তারা।


তখনই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে মৃত্যু হয় তিন জইশ জঙ্গির। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তার সন্ধানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, তিন জঙ্গির মধ্যে একজন আইইডি বিশেষজ্ঞ রয়েছে। নাম আব্দুল রহমান ওরফে ফৌজি ভাই ওরফে ফৌজি বাবা। জন্মসূত্রে পাকিস্তানি।


সম্প্রতি, পুলওয়ামায় একটি আইইডি বোঝাই স্যান্ট্রো গাড়ি ধরা পড়ে নিরাপত্তাবাহিনীর হাতে, যা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। বাহিনীর দাবি, নিহত রহমান ওই ঘটনায় জড়িত ছিল।


এদিন অভিযান সম্পর্কে যৌথ সাংবাদিক সম্মলনে অংশ নেন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এবং সিআরপিএফ-এর আইজি রাজেশ কুমার। বিজয় হলেন ভিক্টর ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং।


বাহিনীর দাবি, রিয়াজ নাইকুর এনকাউন্টারের পর এটাই সবথেকে বড় সাফল্য। নিহত রহমান ২০১৯ সালের কমরান অভিযানের সময় পুলিশের চোখে ধুলো দিতে সমর্থ হয়েছিল। বাকি আরও ২ নিহত জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে।


পুলওয়ামায় ২৪-ঘণ্টায় জোড়া এনকাউন্টারে তিন জইশ জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে, মঙ্গলবার পুলওয়ামার ত্রালে দুই জইশ জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী।