Odisha Train Accident: ওড়িশার বালাসোরে হওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতীয় রেলের তিন কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। অরুণ কুমার মহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার- এই তিন রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং অপরাধমূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, এই তিন রেলকর্মীর কাজের জন্যই ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। বলা হচ্ছে, তাঁরা নাকি জানতেন যে তাঁদের কাজের বা গাফিলতির পরিণাম ভয়াবহ হতে পারে। ওড়িশার এই ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। এই দুর্ঘটনায় অপরাধমূল ষড়যন্ত্রের আঁচ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। 


সূত্রের খবর, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগনাল) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে ওড়িশায় ঘটে যাওয়া তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা-কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই- এর তরফে খবর, ওই তিন কর্মীই জানতেন তাঁদের কাজের জন্য পরিণতি মারাত্মক হতে পারে। তবে এমন দুর্ঘটনা ঘটানো তাঁদের উদ্দেশ্য ছিল না কোনওভাবেই। তাই খুনের মামলা রুজু হয়নি এই তিন রেলকর্মীর বিরুদ্ধে। বরং তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড (উদ্দেশ্য প্রণোদিত নয়)- এই ধারায় অভিযোগ আনা হয়েছে। 


প্রসঙ্গত উল্লেখ্য, কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) ওড়িশার ট্রেন দুর্ঘটনার তদন্তে সিগনালিং বিভাগের কর্মীদের কাজের ত্রুটিকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, মেশিনের ত্রুটি, প্রযুক্তিগত খুঁত বা অন্তর্ঘাত এই দুর্ঘটনার জন্য দায়ী নয়। এই CRS কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছিলেন। অভিযোগ ছিল ওই ব্যক্তিরা পরিদর্শনের সময় যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি। বিশেষ করে তিনবছর আগে নিররাপত্তার কারণেই ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই বিষয়ে পরিদর্শনে গিয়েই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেননি কয়েকজন আধিকারিক।


ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা


তিনটি ট্রেন পড়েছিল মর্মান্তিক দুর্ঘটনা কবলে। কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। গত দু'দশকে এরকম ভয়ানক রেল দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারতবাসী। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাকি দু'টি ট্রেনও। ওড়িশায় বালাসোরে বাহানাগা বাজারের কাছে ঘটেছিল এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কেন এমন ঘটনা ঘটল তার তদন্তেই নেমেছিল সিবিআই। এবার সেই তদন্তেই এল নতুন মোড়। গ্রেফতার হয়েছেন তিনজন রেলকর্মী। 


আরও পড়ুন- এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল