ক্যালগেরি: কানাডা ওপেনের (Canada Open 2023) শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেন দুই তারকা ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। শেষ ১৬-র ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ, বিশ্বের ১৬ নম্বর তারকা জাপানের নাটসুকি নিদাইরা কোর্টেই নামেননি। ওয়াকওভার পেয়ে শেষ আটে পৌঁছে যান বিশ্বের ১৬ নম্বর শাটলার সিন্ধু। অপরদিকে, লক্ষ্য সেন স্ট্রেট গেমে তাঁর ব্রাজিলিয়ান প্রতিপক্ষ ইগর কুয়েলহোকে পরাজিত করেন।
কোয়ার্টার ফাইনালে দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু বিশ্বের ৪৫ নম্বর, চিনের গাও ফ্যাং জাইয়ের মুখোমুখি হবেন। অপরদিকে, লক্ষ্য সেন কিন্তু নিজের ম্যাচের শুরুটা খুব একটা আহামরিভাবে করেননি। তবে ধীরে ধীরে ম্যাচ যত গড়ায় ততই লক্ষ্যর আত্মবিশ্বাসও বাড়তে থাকে এবং তা তাঁর খেলাতেও স্পষ্টভাবে নজরে পড়ে। এক সময় প্রথম গেমে স্কোরলাইন ১২-১২ হয়ে গিয়েছিল। সেইখান থেকে পরপর পাঁচ পয়েন্ট জিতে নেন লক্ষ্য সেন। এরপর আর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২১-১৫ স্কোরলাইনে প্রথম গেম জিতে নেন।
প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেমে তো লক্ষ্য আরও ক্ষুরধার হয়ে উঠেন। নাগাড়ে নয় পয়েন্ট জিতে নিয়ে ১২-২ স্কোরে এগিয়ে যান লক্ষ্য। কুয়েলহো লড়াইয়ে ফেরার একটা মরিয়া চেষ্টা করেন বটে। তবে তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ২১-১১ তে দ্বিতীয় গেম এবং ম্যাচ জিতে নেন। ৩১ মিনিটে ম্যাচ জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমস ২০২২ সালে স্বর্ণপদকজয়ী লক্ষ্য বেলজিয়ামের জুলিয়ান কারাজ্জির মুখোমুখি হবেন।
তবে পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে দুই তারকা ভারতের প্রতিনিধিত্ব করলেও, ডাবলসে ভারতের দৌড় শেষ হয়ে গেল। বিষ্ণুবর্ধন পাঞ্জালা ও কৃষ্ণপ্রসাদ শেষ ১৬-র লড়াইয়ে ইন্দোনেশিয়ার মহম্মদ এহসান ও হেন্দ্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে পরাজিত হন। শুরুতেই ম্যাচে ৮-০ পিছিয়ে পড়ে ভারতীয় শাটলার জুটি। আর গেমে ফিরতে পারেননি তাঁরা। দ্বিতীয় গেমেও একই ছবি বহাল থাকে। ফলে স্ট্রেট গেমে পরাজিত হয়ে টুর্নামেন্টে ভারতীয় শাটলার জুটির দৌড় সমাপ্ত হয়। ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?