Jammu and Kashmir News: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনাবাহিনীর একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন সেনা জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা। শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার এস কে পাইন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। বিবৃতি দিয়ে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা ছিল খুবই কম। তার জেরেই ওই ট্রাকটি খাদে পড়ে গিয়েছে।
আহত সেনা জওয়ানদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে। স্থানীয়রাই সাহায্য করেন উদ্ধার কাজে। এই জন্য স্থানীয় বাসিন্দাদের কৃতজ্ঞতা জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। খারাপ আবহাওয়ার মধ্যে, খাদে পড়ে যাওয়া ট্রাক থেকে আহত জওয়ানদের অত দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয়দের সাহায্যেই। তাঁরা না থাকলে এত সহজে উদ্ধার কাজ সম্ভব হতো না। তবে এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিনজন সেনা জওয়ানের। তাঁদের পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। এভাবে দুর্ঘটনায় প্রাণ হারানো নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।
গত মাসেও এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। জম্মু ও কাশ্মীরের পিঞ্চ এলাকায় ঘটেছিল ওই দুর্ঘটনা। সেখানেই ৩০০ ফুট নীচে গভীর খাদে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। আহত হয়েছিলেন ৫ জন জওয়ান। আর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ সেনা জওয়ানের। ভারতীয় সেনাবাহিনীর White Knight Corps- এর আওতাধীন ছিলেন ওই সেনা জওয়ানরা। এক্স মাধ্যমে White Knight Corps- এর তরফেই এই দুর্ঘটনার খবর প্রকাশ করা হয়েছিল। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার জেরে পথ দুর্ঘটনায়, বিশেষ করে সেনাবাহিনীর ট্রাক কিংবা গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অনেক সেনা জওয়ানের। আবারও সেই ঘটনায় ঘটল উপত্যকায়। খারাপ আবহাওয়ার জেরে রাস্তাঘাটের দৃশ্যমানতা কমে যায়। আর তার ফলে সেনাবাহিনীর ট্রাক, গাড়ি পড়ে যায় গভীর খাদে।
আরও পড়ুন- লাদাখের অংশ নিয়ে নতুন জেলা চিনের, আপত্তি জানাল দিল্লি, মোদির ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের