পটনা: গত ২৪ ঘণ্টায় তছনছ হয়ে গিয়েছে বিহার।। প্রচণ্ড ঝড়বৃষ্টিতে অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।


ঝড়বৃষ্টিতে শুধু গোপালগঞ্জেই মারা গিয়েছেন ১৩ জন, ৮ জন করে প্রাণ হারিয়েছেন মধুবনী ও নওদায়। ৬ জন করে মারা গিয়েছেন ভাগলপুর ও সিওয়ানে, ৫ জন করে দ্বারভাঙা, বাঁকা এবং পূর্ব চম্পারণে। খাগাড়িয়া ও ঔরঙ্গাবাদেও ৩ জন করে প্রাণ হারিয়েছেন।

এছাড়া পশ্চিম চম্পারণ, কিষাণগঞ্জ, জামুই, জাহানাবাদ, পূর্ণিয়া, সুপাউল, বক্সার, কৈমুরের ২ জন করে বাসিন্দার এই ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে। ১ জনে মারা গিয়েছেন সমস্তিপুর, শিবহার, সারণ, সীতামারী ও মাধেপুরা এলাকায়।