কলকাতা: পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে ট্যুইট করে ধনকড় বলেন, ‘এঁদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে। হিসেব নিলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’





গতকাল প্রধানমন্ত্রীর সামনে করা মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এই চিঠি করা হয়েছে। রাজ্যপাল বলেন, ‘গতকাল মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে আমি অবাক। এই মন্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে পদে আপনি আছেন, তাতে এমন কিছু অনভিপ্রেত। আপনি আগে এমন কিছু আমাকে জানাননি। এমন মতামতের কোনও ভিত্তি নেই।





চিঠিতে ধনকড় আরও বলেন, আমি যা বলেছি, তা মানুষের মঙ্গলের জন্য। রাজনীতিতে আমার আগ্রহ নেই। আমার সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে আমি আগ্রহী। আমার পরামর্শে আপনার নীরবতার সঙ্গে অমিল সংবিধানের।’ পাশাপাশি, সংবিধান অনুসারে আমার সহযোগিতা আপনি পাবেন বলেও মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে লেখেন রাজ্যপাল।