প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election) এবার নজরকারা কেন্দ্র ১৪ বাধারঘাট। এই কেন্দ্রে কংগ্রেস (congress), বিজেপি (BJP) এবং বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লকের (Forward Block) তিনজন প্রার্থীই এক পরিবারের (Members Of Same Family Will Contest For Three Parties)। প্রাক্তন ও প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বড় ভাই রাজকুমার সরকার এবার কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্র থেকে। দিলীপের ছোট বোন মিনারানী সরকার আবার লড়ছেন বিজেপির প্রতীকে। এদিকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রয়াত বিধায়কের ভাইপো পার্থরঞ্জন সরকার। প্রত্যেকেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নিজ নিজ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনজন প্রার্থীই।


প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের...
এদিকে তৃণমূল এদিন তাদের প্রথম দফার ২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ রাতের মধ্যেই দ্বিতীয় দফায় আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করার কথা তাদের। মোট কত আসনে লড়াই করবে দল, তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে রবিবারই বিলোনিয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক দিলীপকুমার চৌধুরী কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সিপিআইএম ও কংগ্রেসের আসন সমঝোতায় অসন্তোষের কারণেই তাঁর দলত্যাগ, জানিয়েছেন দিলীপকুমার চৌধুরী। বিষয়টি নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে রাজ্য় কংগ্রেসের তরফে।


এখনও পর্যন্ত ত্রিপুরা বিধানসভা ভোট যেখানে...
ত্রিপুরা বিধানসভার ৬০টি আসন। তার মধ্যে গত কাল ৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার নির্বাচনে লড়ছেন না। তাঁর আসন বনমালীপুর থেকে এবার নির্বাচনে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেসও। আগরতলা আসন থেকে লড়বেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। প্রসঙ্গত, ইতিমধ্যে ত্রিপুরার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। এরপর তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। তাঁর জায়গায় আপাতত ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর পদে মানিক সাহা। কদিন আগে যার মন্তব্য ঘিরে শোরগোল পড়েছিল ত্রিপুরার রাজ্য রাজনীতিতে। দক্ষিণ ত্রিপুরার কাকরাবনের বিজেপির জন-বিশ্বাস ‍র‍্যালিতে তিনি বলেছিলেন, বিজেপি গঙ্গার মতো! ডুব দিলে সব পাপ ধুয়ে যাবে! ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাম নেতাদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লেনিন, স্তালিনের আদর্শে বিশ্বাসী, তাঁদের বলছি বিজেপিতে যোগ দিন। বিজেপি গঙ্গার মতো। ডুব দিলে আপনাদের সব পাপ ধুয়ে যাবে! স্বাভাবিকভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বেধেছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর মানিক সাহার এই মন্তব্যের কড়া সমালোচনা করে সিপিএম।


সিপিএম-কংগ্রেসের আসন সমঝোতা


ত্রিপুরায় প্রশ্নে সিপিএম-কংগ্রেসের সর্বাত্মক আসন সমঝোতা হয়েছে। ত্রিপুরা বিধানসভায় কি হবে, বাম-কংগ্রেসের ফ্রেন্ডলি ফাইট? ঘোরাফেরা করছে এই প্রশ্নই। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ১৩টি আসন কংগ্রেস এবং ১টি আসন নির্দলের জন্য ছেড়ে রেখে বাকিগুলিতে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। শনিবার ১৭ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস, প্রশ্ন উঠছে তাহলে কি ৪ টি আসনে হবে 'বন্ধুত্বপূর্ণ লড়াই'? এদিকে, এই চাপানউতোরের মধ্যেই এদিন ফের ত্রিপুরার এককশক্তিতে লড়াইয়ের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, 'আমার বলতে দ্বিধা নেই যে তৃণমূল দলের বিস্তৃতি দেরিতে শুরু হয়েছেমূলত আমি সাধারণ সম্পাদক হওয়ার পর। আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছি এবং এটা অন্তত বলতে পারছি যে, আমাদেরও ভেতরে আগুন আছে আপনারা সমর্থন করুন এবং ভোটের রেজাল্ট পর বেরোনোর পর দেখা গেছে ত্রিপুরাতে আমরা জিরো থেকে এইট পার্সেন্ট এসেছি। আমরা একক শক্তিতে লড়ব'।


আরও পড়ুন:ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ, চলতি বছরেই চালু হবে হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা?