অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: চলতি বছরেই কি হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে? আশার কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ। তবে এখনই কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্য়ানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথের কাঁটা বউবাজার। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা।
একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। তার জেরেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়।
সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বদলে গিয়েছে মাটির চরিত্র! যা উসকে দিয়েছে বউবাজারের আতঙ্ক। বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ভূগর্ভস্থ স্যাফট তৈরির কাজ। বিকল্প জায়গা সন্ধানের পাশাপাশি, চলছে মাটি শক্ত করার কাজ।
বার বার, তিনবার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। মাটির বদলে যাওয়া চরিত্র সেই আতঙ্ক উসকে দিল সুবোধ মল্লিক স্কোয়ারে! বন্ধ হয়ে গেল কাজ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশনের দূরত্ব আডাই কিলোমিটারের বেশি। KMRCL সূত্রে খবর, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাতালপথে ২টি স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে মাঝে তৈরি করতে হবে ইমার্জেন্সি ইভাকুয়েশন স্যাফট। জরুরি প্রয়োজনে যেখানে ট্রেন দাঁড় করিয়ে যাত্রীদের উদ্ধার করা যাবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এরকম স্যাফট তৈরি হচ্ছে দুটি। একটি সুবোধ মল্লিক স্কোয়ার এবং আর একটি ব্রেবোর্ন রোডে। শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে স্যাফট তৈরির কাজ হয়ে গিয়েছে প্রায় ৭০ শতাংশ। কিন্তু মাটির চরিত্রগত পরিবর্তনের জন্য দেখা দিয়েছে আতঙ্ক। বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। সুবোধ মল্লিক স্কোয়ারের যে অংশে স্যাফট তৈরির কাজ হচ্ছিল, তার কাছেই বউবাজার। অতীতের বিপর্যয়ের কথা মাথায় রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।