তিন আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, করিমপুরে সিপিএমের গোলাম রাব্বি, খড়্গপুর ও কালিয়াগঞ্জে কংগ্রেসকে সমর্থন বামফ্রন্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2019 03:50 PM (IST)
রাজ্যে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। খড়গপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার।করিমপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন বিমলেন্দু সিংহ রায়।কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তপন দেব সিংহ। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা: রাজ্যে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। খড়গপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার।করিমপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন বিমলেন্দু সিংহ রায়।কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তপন দেব সিংহ। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট।প্রার্থী হচ্ছেন সিপিএমের গোলাম রাব্বি। খড়গপুর ও কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বামেরা। এদিন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ কথা জানিয়েছেন। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে। বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় যথাক্রমে খড়্গপুর সদর এবং করিমপুর আসনে জরুরি হয়ে পড়েছে উপনির্বাচন।