কলকাতা: সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবারই দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, আগামীকাল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যাবেন তিনি। সোমবার কয়লা পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হতে দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কয়লাকাণ্ডে ইডির সক্রিয়তা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন তিনি। 


এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, "আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ কোনও কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারে তাহলে আমার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগানোর দরকার নেই। কলকাতার কেসে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু যাদেরকে টাকা নিতে দেখা গেল, তাদের ক্ষেত্রে কী ইডি-সিবিআইয়ের চোখে ছানি পড়ে। শুধুই রাজনৈতিক প্রতিহিংসা।" 


কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, "কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি, কেউ বলছে ৫০০ কোটি, কেউ বলছে ১০০০ কোটি, ১০ পয়সার কোনও লেনদেন প্রমাণ করতে পারে বা জনসম্মক্ষে আনতে পারে, আমার পিছনে ED-CBI লাগাতে হবে না, ফাঁসির মঞ্চ করে বলুন, আমি মৃত্যুবরণ করতে রাজি"। 


কয়লা কেলেঙ্কারির তদন্তে এ নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করে ইডি। ৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁদের। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত নথি আনতে বলা হয়েছে।         



এর আগেও রুজিরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করে সিবিআই। ফেব্রুয়ারির শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে রুজিরাকে জি়জ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরার বোনকেও।      


আরও পড়ুন, 'গরু-ছাগল তো নয় যে আটকে রাখব', বিধায়কদের দলবদল নিয়ে মন্তব্য দিলীপের 


যদিও ইডির এই তলব নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই অভিষেক ও তাঁর  স্ত্রীর নাম জড়ানো হচ্ছে। এদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উদ্দেশে আর কিছুক্ষণ পরেই ছাত্র-যুবদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অভিষেক এবং রুজিরাকে তলবের ঘটনায় চাপানউতোর রাজনৈতিক মহলে।