নিউ আলিপুরে শোভনদেব-জুঁই অনুগামীদের হাতাহাতি, জখম বেশ কয়েকজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2020 09:46 AM (IST)
নীল মালাকারের দাবি, তাঁদের একাধিক কর্মী জখম অবস্থায় এসএসকেএম হাসাপাতালে ভর্তি। একাধিকবার এরকম ঘটনা ঘটার পরেও পুলিশ নীরব দর্শক।
কলকাতা: নিউ আলিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার রাতে মাঝেরহাট কলোনিতে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন শোভনদেব চট্টোপাধ্যায় ও জুঁই বিশ্বাসের অনুগামীরা। এতে জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। জুঁই ও স্বরূপ বিশ্বাসের অনুগামীরা তাঁদের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শোভনদেবের অনুগামী নীল মালাকার ও তাঁর সঙ্গী তানিয়া পাল। নীলের অভিযোগ, তিনি রাত ১০টা নাগাদ মাঝেরহাট কলোনির এক সহকর্মীর বাড়ি গেলে আচমকা তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। সেই থেকে ঘটনার সূত্রপাত। অন্যদিকে জুঁই বিশ্বাসের অনুগামীদের অভিযোগ, নীল ও তানিয়াই দলবল নিয়ে তাঁদের ওপরে হামলা চালিয়েছেন। এমনকি থানার সামনে এসেও তাঁদের মারধর করেন বলে অভিযোগ। দু’পক্ষেরই দাবি, বারবার নিউ আলিপুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশের কোনও সাড়া মেলেনি। কলোনির বাসিন্দারা গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। নীল মালাকারের দাবি, তাঁদের একাধিক কর্মী জখম অবস্থায় এসএসকেএম হাসাপাতালে ভর্তি। একাধিকবার এরকম ঘটনা ঘটার পরেও পুলিশ নীরব দর্শক।