উত্তর ২৪ পরগনা: বিজেপির পর এবার তৃণমূল। গোপাষ্টমীতে ঘটা করে গোরু পুজো করলেন তৃণমূল নেতা দীনেশ বাজাজ। হিন্দু ভোট টানতেই এই চাল, কটাক্ষ করেছে বিজেপির। গরু হিন্দুদের দেবতা, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, পাল্টা বলেছে তৃণমূল।

বিজেপির পর এবার তৃণমূলের গো-পুজো! গোপাষ্টমীতে ঘটা করে গরু পুজো করলেন তৃণমূল নেতা। উত্তর চব্বিশ পরগনার বাদুতে গো-পুজো করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ। আর তা নিয়েই চরমে উঠেছে রাজনৈতিক তরজা।  বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, সামনে বিধানসভা নির্বাচন। হিন্দু ভোট টানতে গোমাতার পুজো করছে তৃণমূল।

উল্টোদিকে তৃণমূলের দাবি, গরু হিন্দুদের দেবতা, এই ঘটনার  সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পাঁচ বছর ধরে গরু পুজো করছেন, বলেছেন দীনেশ বাজাজ।

এই প্রথম নয়, এর আগে রামনবমী থেকে রথযাত্রাকে কেন্দ্র করে চরমে উঠেছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক টক্কর। এবার বিতর্কের কেন্দ্রে তৃণমূলের গো-পুজো।