কলকাতা: ২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রীর। 'ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে, 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠকে আলোচনা হবে।' আশঙ্কা প্রকাশ করেও আগামী লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে 'ইন্ডিয়া'।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানা চেষ্টা করছে। আমাদের কাছেও এসেছে। কিছু প্রমাণ এসেছে, কিছু খুঁজছি। INDIA অ্যালায়েন্সের পরের মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে।'
বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, 'যিনি ব্যালট হ্যাক করেন, সারা দেশ দেখেছে। ব্যালটে ভোট হলেও তিনি বলবেন ব্যালটে কারচুপি হয়েছে। উনি যখন জেতেন তখন ইভিএম হ্যাকের অভিযোগ করেন না? ২০২১ সালেও বলেছিলেন ইভিএম হ্যাকের কথা। পরে জিতে যাওয়ার পর কিছু বলেননি। ওঁর কথাতেই বোঝা যাচ্ছে, ফের মোদির নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় আসবে।'
'মোদিই আসবেন'...দাবি শাহেরএদিনই সংসদে বিরোধী জোটকে তুমুল আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কটাক্ষ, 'যতই বিরোধী জোট করে নিন, ২০২৪ সালের লোকসভা ভোটে জয় পাবে বিজেপি। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই।' তিনিই আরও বলেন, 'বাংলায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করে। প্রতিদিন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। অথচ কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য বেঙ্গালুরুতে একসঙ্গে বসে বৈঠক করেন।'