কলকাতা : এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘর ওয়াপসি' ? তৃণমূলে মুকুল রায় ফিরে আসার পর এবার এই জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। গত শনিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে 'সৌজন্য সাক্ষাতের' পর এই জল্পনা আরও উস্কে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে রাজীবের ভূমিকা ভালভাবে নেননি তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে দেখা করার পর এনিয়ে সরব হলেন কল্যাণ। আজ তিনি বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। রাতের বেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করিয়েছিলেন তিনি। কুণালের কাছে যাওয়া মানেই গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে যাওয়া নয়। "
যদিও এই সাক্ষাৎকার নিয়ে কুণাল জানিয়েছেন, "রাজীব বহুদিনের পূর্ব পরিচিত। সৌজন্যমূলক বৈঠক হয়েছে, গল্প হচ্ছিল পুরানো। এইটুকুই। বৈঠককে কেন্দ্র করে কোনও অনুমান করবেন না। কোনও ব্যক্তির ফেরা বা না ফেরা পুরো দস্তুর নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।"
অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এটা নিছক একটা সৌজন্য সাক্ষাৎ। তার বাইরে কিছু না। কোনও রাজনৈতিক কথা হয়নি।"
এনিয়ে গতকালই একদফা সুর চড়িয়েছিলেন কল্যাণ। বলেছিলেন, "গত পাঁচ-ছয় মাস ধরে কখনও সৌজন্যমূলক সাক্ষাৎ দেখা যায়নি। গতকাল(শুক্রবার) মুকুল রায় এসেছেন। তার পর আজ(শনিবার) সৌজন্যমূলক সাক্ষাৎ। কুণাল ঘোষ আর রাজীব বন্দ্যোপাধ্যায়-এঁরা দুজনেই কি শুধু বুদ্ধিমান লোক ? আমরা কি শুধু গরু-ছাগল ? কিছুই বুঝি না !" এরপর আজ ফের সুর চড়ান কল্যাণ।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। যদিও ভোটে ভরাডুবি হয় তাঁর। এই পরিস্থিতিতে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই কখনও নাম করে, কখনও নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়তে থাকে।