নয়াদিল্লি: লোকসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগের সম্মুখীন হতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ পিপি চৌধুরী ও নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে লোকসভায় মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। 
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের সাংসদ সোমবার প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। 
পিপি চৌধুরী বুধবার লোকসভায় বলেছেন, আমি মহুয়া মৈত্রর বিরুদ্ধে নোটিশ দিয়েছি। বিতর্কে অংশগ্রহণ করে তিনি প্রাক্তন প্রধান বিচারপতির আচরণ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। প্রাক্তন প্রধান বিচারপতির আচার আচরণ নিয়ে সভায় কি আলোচনা করা যায়?
পিপি চৌধুরী বলেছেন, বিচারপতিদের আচার ব্যবহার নিয়ে সভায় কোনও আলোচনা করা যায় না। সভায় বর্তমান ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের সম্পর্কে কোনও অভিযোগ করা যায় না। 
চৌধুরী আরও বলেছেন, যদি কোনও সদস্য নিয়মের বিরুদ্ধে মন্তব্য করেন তা স্বাধিকারভঙ্গের সামিল। মহুয়া মৈত্রর মন্তব্য রেকর্ড থেকে সরানো হয়েছে। কিন্তু তিনি জেনেবুঝে ওই মন্তব্য করেছিলেন। তা ট্যুইটার হ্যান্ডেল ও ইউটিউবেও রয়েছে। 



নিশিকান্ত দুবে বলেছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, বিজেপির পক্ষ থেকে এমনটা কোনওদিনও করা হয়নি। তিনি আরও বলেছেন, মহুয়া মৈত্রের ওই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের মানসিকতারই প্রতিফলন ঘটেছে। 


দুবে অধ্যক্ষের কাছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রক্রিয়া চালানোর আর্জি জানিয়েছেন এবং তাঁর সদস্যপদ খারিজেরও দাবি জানিয়েছেন। অধ্যক্ষের আসনে থাকা এনকে প্রেমচন্দ্রন বলেছেন, দুটি নোটিশই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিবেচনাধীন রয়েছে। 
সূত্রের খবর, মহুয়া মৈত্র লোকসভায় তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার পর বিজেপি তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে।প্রাক্তন আইনপ্রতিমন্ত্রী পিপি চৌধুরী ও নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছেন।