নয়াদিল্লি : বিধানসভা নির্বাচনের প্রচারে মেঘালয়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আবার কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এই প্রেক্ষাপটে ফের তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা।
'রাহুল গান্ধী পিএম মেটেরিয়াল। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁকে উপেক্ষা করা যাবে না', সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য আসানসোলের তৃণমূল সাংসদের। পাশাপাশি রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রারও ভূয়শী প্রশংসা করেন তিনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) ২০২৪-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) 'গেমচেঞ্জার' বলে মন্তব্য করেন শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)।
শত্রুঘ্নর ফের রাহুল স্তুতি
শত্রুঘ্ন সিনহার মুখে রাহুল গান্ধীর প্রশংসা এই প্রথম অবশ্য নয়। ভারত জোড়া যাত্রা সফল হিসেবে দাবি করে রাহুল গান্ধীর বেশ কয়েকবার প্রশংসা গত কয়েকমাসে আগেও কয়েকবার করেছেন আসানসোলের তৃণমূল সাংসদ। তবে যখন প্রধান বিরোধী দল কারা, তা নিয়ে দ্বন্দ্ব চরমে। যখন কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার পাল্টা তৃণমূলকে বিজেপির প্রসঙ্গ টেনে খোঁচা দিচ্ছেন রাহুল গান্ধী, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল সাংসদের এভাবে কংগ্রেস সাংসদের স্তুতিতে তৈরি হয়েছে জল্পনা। বলা ভাল, বেশ খানিকটা রাজনৈতিক অস্বস্তিতেই পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে যখন আদানি ইস্যুতে সংসদ তোলপাড়, তখনও রাহুলের রাজনৈতিক বোধের পিঠ চাপড়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। ট্যুইটে তিনি রাহুলকে ডায়নামিক ইউথ আইকন বলে ট্যুইটে সম্বোধন তৃণমূল সাংসদের। রাষ্ট্রপতির অভিভাষণের উপর রাহুলের বক্তৃতাকে সংসদের অন্যতম সেরা বলেন শত্রুঘ্ন। একইসঙ্গে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। 'দেড়ঘণ্টার ভাষণে রাহুলের তোলা একটি প্রশ্নেরও উত্তর দেননি প্রধানমন্ত্রী, যা দুর্ভাগ্যজনক', ট্যুইট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার।
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় বিজেপি থেকে পদত্যাগ করার পর তাঁর ফাঁকা করা আসানসোল লোকসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন শত্রুঘ্ন সিনহা। বাংলার বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত হাজির থাকেন তিনি। বরাবরই তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি নিজেরে কেন্দ্রে তিনি তেমন একটা যান না বলে বিরোধীদের অভিযোগেরও পাল্টা উত্তর দেন। এর মাঝেই গত কয়েকমাস ধরে তৃণমূল সাংসদের ক্রমাগত রাহুল গান্ধী স্তুতি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
আরও পড়ুন- বিশ্ব ব্যাঙ্কের দায়িত্ব সামলাতে পারেন অজয় বাঙ্গা, সায় দিলেন জো বাইডেন