কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তারস্বরে বাজছে ডিজে। ফাটানো হচ্ছে আতসবাজি। তালে তাল মিলিয়ে তার সঙ্গেই কোমর দোলাচ্ছেন শবযাত্রীরা ! আজ্ঞে হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানে (East Bardhaman)।
যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে পূর্ব বর্ধমানের এই ঘটনা একটু আলাদা। পরিবার বিষয়টি পুরো জানাতেই বোঝা গেল এই উৎসব-উচ্ছ্বেসের যথাযত কারণ। স্থানীয় ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে,জামালপুরের হুকুমপুরের বাসিন্দা সম্বরী মুর্মু নিজের জীবনের শতাধিক বছর পার করার পর মারা যান। তাই 'শতায়ু' সম্বরী মুর্মর অন্তিম যাত্রা উপলক্ষ্যেই, তাঁর পরিবার ও পরিজনেরা দুঃখ ও গ্লানি ভুলে অভিনব উদ্যোগ গ্রহন করলেন। তাঁর অন্তিম যাত্রায় উৎযাপন করলেন পরিবারের সকলে। সেখানে ছিল হরেকরকমের আয়োজন।
আরও পড়ুন, 'দুর্নীতিতে যুক্ত BJP প্রধান..', কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল TMC
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে..