নয়াদিল্লি: ছাব্বিশের ভোটের আগে ভিনরাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় তথা রাজ্য রাজনীতি। যা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি ?' আগেই অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। এবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস।
'বাংলা একটা বিশেষ রাজ্য, যেখানে আইনের শাসন চলে না', সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস।'বিশেষ ধরনের রাজ্য মানে কি? পশ্চিমবঙ্গ দেশের অবিচ্ছেদ্য অংশ। অবজ্ঞা নয়, পশ্চিমবঙ্গ চায় সম্মান', কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব তৃণমূলের। গরিব মানুষের তহবিল চুরি করে অপমান করছেন বাংলার মনীষীদের। বিহারের তকমা লাগাতে চাইছেন বাংলাকে, বাঙালিদের বলছেন বাংলাদেশি। গর্বের সঙ্গে বাংলা বলছে বলে আটক করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। অবশ্যই বিশেষ, কেননা দিল্লির ফতোয়ায় মাথা নত করে না বাংলা। বিজেপির বিভাজন, ঘৃণার রাজনীতির পরোয়া করে না বলেই বাংলা বিশেষ', সংসদে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের আক্রমণের কড়া জবাব তৃণমূলের।
প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও কি NRC ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? সোমবারের পর মঙ্গলবারও NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন বাংলায় আমরা ১ জনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে।২০২৬-এর বিধানসভা নির্বাচনেও NRC ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? ২১ জুলাইয়ের মঞ্চে কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে হাজির করেছিল তৃণমূল। যাকে বিজেপি শাসিত আসাম থেকে NRC নোটিস পাঠানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী আপনি অসমকে সামলাতে পারছেন না, আর বাংলায় নাক গলাচ্ছেন! নাক গলানো বন্ধ করুন।'
সোমবার বোলপুরের সভা থেকেও NRC প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে NRC আমি বেঁচে থাকতে করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। এরপর মঙ্গলবার ইলামবাজার থেকেও সেই NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আপনাদের মনে আছে, যখন NRC হয়েছিল ১৭ লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল। তাদের ডিটেনশন ক্য়াম্পে রেখেছিল আর তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে ৭ লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল। শিখও ছিল। খ্রিষ্টানও ছিল। নেপালিও ছিল। মনে রাখবেন বাংলায় আমরা ১ জনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। এটা প্রকৃত ভোটারদের মাথায় রাখতে হবে।' রাজনৈতিক চাপানউতোরের মধ্য়েই কোচবিহারের দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস অসম থেকে NRC নোটিস পেয়েছেন। যা নিয়ে বারবার সরব হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা NRC NRC করছে। ট্রেন জ্বালানো হয়েছিল। এইবারও তাই করছে। মানুষকে ভুল বোঝাতে নেমে পড়েছে। কোনও NRC হচ্ছে না।'