কয়লার টেন্ডার নিয়ে ঝামেলা, পশ্চিম বর্ধমানে খুন তৃণমূল কর্মী, অভিযোগ দলেরই বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2020 10:45 AM (IST)
স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরাও তৃণমূলের। ইসিএলের কয়লার টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের অন্ডালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ধরমবীর নুনিয়া নামে এক তৃণমূল কর্মীর। গতকাল রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। অন্ডালের খাস কাজোড়া এলাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ধরমবীর। তাঁর সঙ্গে ছিল আরও দু’জন। অভিযোগ, আচমকা মোটরবাইকে কয়েকজন যুবক এসে ধরমবীরকে গুলি করে। তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। তাঁর দুই সঙ্গীকেও লোহার রড ও ছুরি দিয়ে মারা হয়। আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ধরমবীরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরাও তৃণমূলের। ইসিএলের কয়লার টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।