নিউ দিল্লি : করোনার তৃতীয় ঢেউয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে কেন্দ্র। রোজই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি সংসদীয় কমিটির মিটিং ডাকা হোক। এই দাবি তুলল তৃণমূল কংগ্রেস। এই মর্মে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেওয়া হল দলের তরফে।


এই ইস্যুতে এটা তৃণমূলের তৃতীয় চিঠি। এর আগে গত বছর জুলাই মাসে এবং আগস্ট মাসে চিঠি পাঠানো হয়েছিল।


চিঠিতে তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও' ব্রায়েন লিখেছেন, "গত দুই সপ্তাহে প্রতিদিন দেশে ৩ লক্ষর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সংসদীয় কমিটি সহ দপ্তর সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি, কনসালটেটিভ কমিটি ও সিলেক্ট কমিটির ভার্চুয়াল মিটিংয়ের জন্য আমরা যে অনুরোধ করেছিলাম সেটি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি।" 


প্রসঙ্গত, দেশে রোজই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও নতুন করে ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের। রাজ্যেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। পাশাপাশি এই ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১২৪ জনের।


এদিকে করোনা নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তৃতীয়বার রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠক করে রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ লাগু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে... রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে। সংখ্যায় অর্ধেক করা হয়েছে গণ পরিবহনের বাসের সংখ্যা। ব্যাঙ্ক খোলা থাকার নিয়মেও হয়েছে বদল। সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার কথা বলা হয়। এছাড়া সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে বলা হয়েছে।