সূত্রের খবর, ওই ছেলেটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এরপরই শ্রীনিবাসনের নিন্দায় সরব হয় নেটিজেনরা। মন্ত্রী এই ঘটনার সাফাই দিয়ে বলেন, ছেলেটিকে নাতির মতো ভেবেই এই অনুরোধ করেন তিনি। যদিও তাতে সমালোচনা কিছুমাত্র কমেনি। আদিবাসী ছেলেকে দিয়ে জুতো খুলিয়ে তীব্র সমালোচনার মুখে তামিলনাডুর বনমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 07:19 PM (IST)
ভিডিওটিতে স্পষ্ট তাঁকে বলতে শোনা যায়, ‘এদিকে এসো...এদিকে এসো...জুতো খুলে দাও।’
চেন্নাই: একটি কমবয়সী ছেলেকে দিয়ে জুতো খুলিয়ে তীব্র নিন্দার মুখে তামিলনাডুর বনমন্ত্রী শ্রীনিবাসন। একটি মন্দিরে ঢোকার সময় মন্ত্রীর পা থেকে জুতো খুলে দেয় একটি ছেলে। সেই ফুটেজ টেলিভিশনে সম্প্রচার হতেই রাজ্যজুড়ে বিতর্ক চরমে ওঠে। ফুটেজটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। নীলগিরিতে হাতিদের জন্য তৈরি একটি পুনর্বাসন কেন্দ্র উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেই সময়ে একটি মন্দিরে প্রবেশের সময় জুতো খুলতে হয় তাঁকে। তখনই ওই ছেলেটিকে ডাকা হয়। পরে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তাঁর দলীয় কর্মীরা বলে, পিঠে ব্যাথার জন্যই তিনি ঝুঁকতে পারেন না। ভিডিওটিতে স্পষ্ট তাঁকে বলতে শোনা যায়, ‘এদিকে এসো...এদিকে এসো...জুতো খুলে দাও।’