Weather Update: আজ মরসুমের শীতলতম দিন, এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2020 09:20 AM (IST)
কলকাতার পাশাপাশি, জেলাতেও নামতে শুরু করেছে পারদ। ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ।
NEXT
PREV
কলকাতা: পৌষের সকালে শীতের আমেজ। আজ মরসুমের শীতলতম দিন। একদিনে ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। কুয়াশা কাটতেই নামতে শুরু করেছে পারদ। আজ ও কাল জাঁকিয়ে শীতের আমেজ থাকবে কলকাতা সহ সারা রাজ্যে।
কলকাতার পাশাপাশি, জেলাতেও নামতে শুরু করেছে পারদ। ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ। শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে আগেই জানিয়েছিল, সপ্তাহের শেষে নামবে পারদ। সেই অনুযায়ী এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ নেমেছে।
গত কয়েকদিন রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল পারদ। শুক্রবার থেকে ফের রাজ্যে ফিরতে শুরু করেছে শীতের আমেজ। বৃহস্পতিবার আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবাক কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।
কুয়াশা কাটতেই নামতে শুরু করেছে পারদ। শনিবারের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলেছিল, কলকাতায় তাপমাত্রা ১৪-র নীচে নামতে পারে। জেলাগুলোতে ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। শুক্রবারের তুলনায় শনিবার ১ ডিগ্রি নামে পারদ। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। তার জেরেই পারদ পতন। তবে আগামী দু’-তিনদিন আবহাওয়ার পরিবর্তন হবে না।
কলকাতা: পৌষের সকালে শীতের আমেজ। আজ মরসুমের শীতলতম দিন। একদিনে ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। কুয়াশা কাটতেই নামতে শুরু করেছে পারদ। আজ ও কাল জাঁকিয়ে শীতের আমেজ থাকবে কলকাতা সহ সারা রাজ্যে।
কলকাতার পাশাপাশি, জেলাতেও নামতে শুরু করেছে পারদ। ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ। শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে আগেই জানিয়েছিল, সপ্তাহের শেষে নামবে পারদ। সেই অনুযায়ী এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ নেমেছে।
গত কয়েকদিন রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল পারদ। শুক্রবার থেকে ফের রাজ্যে ফিরতে শুরু করেছে শীতের আমেজ। বৃহস্পতিবার আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবাক কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।
কুয়াশা কাটতেই নামতে শুরু করেছে পারদ। শনিবারের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলেছিল, কলকাতায় তাপমাত্রা ১৪-র নীচে নামতে পারে। জেলাগুলোতে ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। শুক্রবারের তুলনায় শনিবার ১ ডিগ্রি নামে পারদ। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। তার জেরেই পারদ পতন। তবে আগামী দু’-তিনদিন আবহাওয়ার পরিবর্তন হবে না।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -