নয়াদিল্লি: টুলকিট কাণ্ডে এবার সমাজকর্মী দিশা রবির পাশে দাঁড়ালেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। দিল্লির পাতিয়ালা কোর্ট দিশাকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপরই ট্যুইট করে দিশার পাশে থাকার বার্তা দেন গ্রেটা।


নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিশা লিখেছেন, বাক স্বাধীনতা, শান্তিপূর্ণ অবস্থান মানবাধিকার। তার সঙ্গে কোনও কোনও আপস করা যায় না। এটা গণতন্ত্রের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত। #StandWithDishaRavi লিখে এই পোস্ট করেছেন তিনি।



কৃষি আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ারের অভিযোগে  তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৫ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার আদালতে তোলা হয় দিশাকে। এই ঘটনায় আরও দুই অভিযুক্ত নিকিতা জ্যাকব এবং শান্তনু মুলুক। ইতিমধ্যে দিশা রবি, পুণের ইঞ্জিনিয়ার শান্তনু মুলুক এবং আইনজীবী নিকিতা জ্যাকবের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের সাইবার সেল। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল্লাশি শুরু করেছে পুলিশ।


প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনকে সমর্থন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুলকিট শেয়ার করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এই টুলকিটের সঙ্গে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র  দিবসের হিংসাত্মক ঘটনার যোগ রয়েছে বলে অভিযোগ দিল্লি পুলিশের। দিল্লি পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরির জন্য এই টুলকিট তৈরি এবং ছড়িয়ে দেওয়ার হয়েছে। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, সমাজের বিভেদ তৈরির জন্য এই কাজ করেছে।


সূত্রের খবর, এই কাণ্ডে নাম জড়িয়েছে আরও দুজনের। থিলাকা এবং মেরিনা প্যাটারসন। ভারতীয় কৃষকদের জন্য সংহতি বলে একটি ড্রাফ্ট করে রেখেছিলেন মেরিনা প্যাটারসন, নিকিতা এবং শান্তনু। জানা গিয়েছে, মৃত এবং আহতের সংখ্যা সম্পর্কে ভুল তথ্য ছিল। আর তা থেকেই ভুয়ো খবর ছড়ানোর পরিকল্পনা ছিল। দিল্লি পুলিশের দাবি, রবি এবং জ্যাকব, শান্তনু টুলকিট তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতেন। এদিকে চসতি সপ্তাহে অভিযুক্ত নিকিতা জেকবকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে মুম্বই হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের জন্য তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত।