নয়াদিল্লি: স্মার্টফোন ব্যবহার করলেই কিছুদিন পর নির্ঘাত মেসেজ আসবে, আপনার স্টোরেজ কম। রোজ হোয়াটসঅ্যাপে হাজারটা মেসেজ আসে, ছবি, ভিডিও আসে। ফলে কমে য়ায় ইন্টারনাল স্টোরেজ। মাথায় রাখবেন, ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে গেলে তার প্রভাব ফোনের ওপরেও পড়ে। তাই দেখে নিন, স্টোরেজ খালি রাখার সব থেকে সহজ কিছু উপায়।

ফোনের একটা একটা করে ছবি বা ভিডিও ডিলিট করতে বহু সময় লাগে। তাই আগে নিজের ফোনকে ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে অ্যাটাচ করুন, তারপর অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করে দিন।

যদি স্মার্টফোনে অনেক অ্যাপ থাকে আর সে সবের ব্যবহার না করেন, তবে আগে সেগুলো ডিলিট করুন। এতে স্পেস বাড়বে, ফোনের পারফরম্যান্সও ভাল হবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলে সেটিংসে গিয়ে ক্যাশে ক্লিয়ার করুন। এতে স্টোরেজ বাড়বে, ফোনও ভাল চলবে। এটা যদি রোজ করেন, ফোন আরও ভাল চলবে।

যদি আইফোন ব্যবহার করেন, সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করুন। তারপর স্টোরেজ ও আইক্লাউড স্টোরেজ ক্লিক করুন। আসুন মেন স্টোরেজে। এখানে দেখতে পাবেন নিজের ফোনের স্টোরেজ আর তার ডিভিশন। তারপর এক্সট্রা ফাইল ডিলিট করে দিন।

আবার এক্সট্রা স্পেসের জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারেন। ভারী ফাইলগুলো তাতে সরিয়ে দিন, তাতে স্টোরেজ খালি হবে।

অনেক সময় ইমেলের সঙ্গে জোড়া ফাইল আমরা ডাউনলোড করি, তা ফোনে সেভ হয়ে যায়। এই ফাইলগুলো ডিলিট করে ফেললেই স্পেস সহজে বেড়ে যাবে।