নয়াদিল্লি: আসমুদ্র হিমাচলজুড়ে ভারতীয়দের কাছে পরিচিত যে ব্যারিটোন, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের সেই কন্ঠস্বরই এবার গুগল ম্যাপে শোনা যেতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এ বিষয়ে অমিতাভের সঙ্গে কথা বলেছে গুগল। সূত্রের খবর, অমিতাভকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। অমিতাভ যদি সেই প্রস্তাবে রাজি হন, তাহলে গুগল ম্যাপের সাহায্যে যখন কেউ রাস্তা বা কোনও জায়গা খুঁজবেন, তখন তাঁকে সাহায্য করবে এই বিখ্যাত কন্ঠস্বর। গুগল বা অমিতাভ, কোনওপক্ষই অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।


এখন গুগল ম্যাপে নিউ ইয়র্কের শিল্পী কারেন জ্যাকবসেনের কন্ঠস্বর শোনা যায়। অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টেও কারেনের কন্ঠস্বরই শোনা যায়। ২০১৮ সালে যশরাজ ফিল্মসের ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবির প্রচারের অঙ্গ হিসেবে আমির খানের কন্ঠস্বর ব্যবহার করেছিল গুগল। তবে কিছুদিন পরেই সেই কন্ঠস্বর সরিয়ে দেওয়া হয়। এবার অমিতাভ রাজি হলে গুগল তাঁর কন্ঠস্বর ব্যবহার করবে। ইংরাজিতে কারেনের কন্ঠস্বরই থাকবে। হিন্দিতে অমিতাভের কন্ঠস্বর ব্যবহার করা হতে পারে।

সাতের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। তিনি শুধু ভারতেই না, অন্য দেশগুলিতেও জনপ্রিয়। তিনি ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন। তাঁর জন্যই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ‘কউন বনেগা ক্রোড়পতি’। একাধিক ছবিতে গানও গেয়েছেন এই অভিনেতা। তাঁকে আবৃত্তি করতেও দেখা গিয়েছে। এবার হয়তো তাঁকে অন্য ভূমিকায় দেখা যাবে। গুগল ম্যাপে কন্ঠস্বর দিতে রাজি হলে, তাঁকে হয়তো বাড়িতে বসেই রেকর্ডিং করতে হবে। কারণ, দেশে এখনও লকডাউন চলছে।