এখন গুগল ম্যাপে নিউ ইয়র্কের শিল্পী কারেন জ্যাকবসেনের কন্ঠস্বর শোনা যায়। অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টেও কারেনের কন্ঠস্বরই শোনা যায়। ২০১৮ সালে যশরাজ ফিল্মসের ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবির প্রচারের অঙ্গ হিসেবে আমির খানের কন্ঠস্বর ব্যবহার করেছিল গুগল। তবে কিছুদিন পরেই সেই কন্ঠস্বর সরিয়ে দেওয়া হয়। এবার অমিতাভ রাজি হলে গুগল তাঁর কন্ঠস্বর ব্যবহার করবে। ইংরাজিতে কারেনের কন্ঠস্বরই থাকবে। হিন্দিতে অমিতাভের কন্ঠস্বর ব্যবহার করা হতে পারে।
সাতের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। তিনি শুধু ভারতেই না, অন্য দেশগুলিতেও জনপ্রিয়। তিনি ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন। তাঁর জন্যই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ‘কউন বনেগা ক্রোড়পতি’। একাধিক ছবিতে গানও গেয়েছেন এই অভিনেতা। তাঁকে আবৃত্তি করতেও দেখা গিয়েছে। এবার হয়তো তাঁকে অন্য ভূমিকায় দেখা যাবে। গুগল ম্যাপে কন্ঠস্বর দিতে রাজি হলে, তাঁকে হয়তো বাড়িতে বসেই রেকর্ডিং করতে হবে। কারণ, দেশে এখনও লকডাউন চলছে।