নিউ ইয়র্ক: শ্রেষ্ঠ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি আশাপ্রকাশ করেছেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে করোনা টিকা তৈরি হয়ে যাবে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনও করোনা টিকা যদি অর্ধেক সফল হয়, তা হলেই এক বছরের মধ্যে পৃথিবী স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা টিকা তৈরি হয়ে যাবে। যদিও ফসির বক্তব্য, আগামী বছরের প্রথম দিকের মধ্যেই করোনা টিকা চলে আসলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে। রাশিয়ার তৈরি করা টিকায় তাঁর খুব একটা ভরসা নেই, তিনি বলেছেন, কোনও একটা টিকা তৈরি হয়েছে বলেই সেটা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করার প্রয়োজন নেই। আগে দেখতে হবে, টিকাটি নিরাপদ ও কার্যকর কিনা।
প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করার আগেই রাশিয়ার করোনা টিকা বার করার ঘোষণা গোটা বিশ্বে একাধিক প্রশ্ন তুলেছে। অনেকের আশঙ্কা, জনস্বাস্থ্যের থেকে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে ভ্লাদিমির পুতিন সরকার, তাই এত তড়িঘড়ি টিকা বার করার ঘোষণা করেছে তারা। রাশিয়ার যদিও দাবি, তাদের টিকা পুরোপুরি নিরাপদ, তার বিরুদ্ধে যা প্রচার চলছে সবই পশ্চিমী রাষ্ট্রগুলির হিংসার ফল। রুশ প্রেসিডেন্টের মেয়ের ওপর করোনা টিকা দেওয়া হয়েছে, দিব্যি ভাল আছে সে। অক্টোবর থেকে এই টিকার গণ উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে তারা।
কোনও করোনা টিকা অর্ধেক কাজ করলেই সমস্যা মিটে যাবে, দাবি মার্কিন বিশেষজ্ঞের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 10:14 AM (IST)
প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করার আগেই রাশিয়ার করোনা টিকা বার করার ঘোষণা গোটা বিশ্বে একাধিক প্রশ্ন তুলেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -