অপর্ণা সর্দার
উত্তরপাড়া গার্লস স্কুল
কলকাতা: দোরগোড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক (HS Exam) শিক্ষা সংসদের পক্ষ থেকে জানান হয়েছে যে, এবছর প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। এবারের উচ্চমাধ্যমিকে (HS EXam) ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। গত দুটো বছর করোনা পরিস্থিতির কারণে অনলাইনে পড়াশোনা হয়েছে। এর ফলে হাতে লেখার গতিও অনেকটাই কমে গিয়েছে। যাদের এডুকেশন বিষয়টি রয়েছে। তাদের লিখতে হয় অনেকটাই। এই পরিস্থিতিতে কীভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি নিলে এডুকেশনে প্রচুর নম্বর উঠবে? সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের লাস্ট মিনিট টিপস দিচ্ছেন উত্তরপাড়া গার্লস স্কুলের এডুকেশন শিক্ষিকা অপর্ণা সর্দার।
শেষ মুহূর্তের প্রস্তুতি-
শিক্ষিকা অপর্ণা সর্দার বলছেন, 'হাতে একেবারেই আর সময় নেই ছাত্রছাত্রীদের। এখন চটজলদি এমন কিছু পদ্ধতি মেনে চলতে হবে ওদের, যাতে অঙ্কের মতো নম্বর ওঠে। এমনতিতেই এডুকেশন এমন একটা বিষয় যাতে একটু লিখলেই প্রচুর নম্বর পাওয়া যায়। তার জন্য গোটা পাঠ্যবইটা একবার ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। তার সঙ্গে গত পাঁচ-ছয় বছরে যে যে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নপত্র ধরে ধরে প্র্যাকটিস করলেই প্রশ্ন কমন আসবে।'
অনলাইন পড়াশোনার পর হাতে-কলমে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি-
গত দুটো বছরে অনলাইনে পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়েছিল ছাত্রছাত্রীরা। এমন অবস্থায় হাতে লেখার স্পিড কমে গিয়েছে তাদের। কীভাবে প্রশ্নের উত্তর দিলে ভালো নম্বর পাওয়া যাবে? ছাত্রছাত্রীরা প্রায়শই এর সমাধান জানতে চান। এই সমস্যা থেকে বেরনোর উপায় একটাই। শেষ কদিন ঘড়ি ধরে প্রশ্নপত্র সমাধান করে ফেলতে হবে।
কমন ভুল যা প্রায়শই ছাত্রছাত্রীরা করে থাকে-
খাতা দেখার সময় আমরা দেখতে পাই ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটা করে থাকে, তা অবান্তর কথা লেখার। যে প্রশ্ন করা হয়েছে, সেই উত্তর নান লিখে, অন্য নানা কিছু লিখে থাকে। এতে নম্বর কম পায় তারা। পয়েন্ট করে করে শুধুমাত্র প্রশ্নের সঠিক উত্তরটা লিখলেই খুব বেশি না লিখেও ভালো নম্বর ওঠে এডুকেশনে। অহেতুক একেবারেই লেখা চলবে না পরীক্ষায়। তাতে খাতা দেখার সময় শিক্ষকও বিরক্ত হয়ে যান।
যেগুলো পড়তে হবে-
এডুকেশন আসলে আমাদের নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা বিষয়। ছাত্রছাত্রীরা তাদের জীবন থেকেও এর সঙ্গে অনেক মিল পায়। তাই এটি অত্যন্ত সহজ একটা বিষয়। তারপরও শিখন কৌশল, মনোযোগ বিষয়গুলি বিস্তারিতভাবে পড়ে গেলে অনেক প্রশ্নের উত্তর লিখতে ওদের সুবিধা হবে।
লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা।
আরও পড়ুন - HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read
Education Loan Information:
Calculate Education Loan EMI