Jharkhand News:অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডে, মৃত্যু ২ মহিলা-সহ ৪ জনের

Illegal Mining In Jharkhand BCCL:অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডের ঝরিয়ায়। বিসিসিএলের খনিতে দুই মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া।

Continues below advertisement

কৌশিক গাঁতাইত, ঝাড়খন্ড: অবৈধভাবে কয়লা (Illegal Mining) কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খন্ডের (Jharkhand) ঝরিয়ায়। বিসিসিএলের খনিতে দুই মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া।

Continues below advertisement

কী ঘটেছিল?
প্রশাসনের দাবি,  ঝরিয়ার ভোরা থানা এলাকায় বিসিসিএল এর 4A প্যাচে আজ সকালে প্রায় ১৫ জন বাসিন্দা অবৈধভাবে কয়লা কাটতে ঢুকেছিলেন। আচমকাই তাঁদের মাথার উপর কয়লার চাল ধসে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জনা ছয়েককে উদ্ধার করেন তাঁরাই। সেই ছ'জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখনও আরও দশ জন মতো চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা একেবারেই বিরল নয়। গত বছর জানুয়ারি মাসে এক ঘটনা ঘটেছিল দুর্গাপুরের মাধাইপুরে।

কী ঘটেছিল মাধাইপুরে? 
সে বার খোলামুখ খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল একই পরিবারের চার জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের মাধাইপুরে। ECL-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক। অবৈধ কয়লাকারবারিদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানায় বিজেপি। যদিও এনিয়ে ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া আসেনি। কয়লাকে কেন্দ্র করে জীবন। আর কয়লাতেই মৃত্যু। খোলামুখ খনিতে কয়লা তুলতে নেমে, ধসে চাপা পড়ে মৃত্যু হল গ্রামের একই পরিবারের ৪ জনের। সাধারণতন্ত্র দিবসের সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাধাইপুর। ফরিদপুর-লাউদোহা ব্লকের অন্তর্গত মাধাইপুর এলাকায় রয়েছে খোলামুখ খনি। জীবন বাজি রেখে, অবৈধভাবে সেখানে কয়লা তুলতে নেমেছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য। মাটি ধসে চাপা পড়ে তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। মৃতের আত্মীয় দুলাল বাউড়ি বলেন, 'ছেলেমেয়ে আছে। কয়লা তুলতে গিয়েছিল। দুর্ঘটনা ঘটে গিয়েছে। সাড়ে ৮টার সময় খবর পেলাম দুর্ঘটনা ঘটেছে। গিয়ে দেখছি, চাপা পড়ে আছে। ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে মারা গিয়েছে।' প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় এক গ্রামবাসীকে খোলামুখ খনি র ভিতর থেকে উদ্ধার করা হয়। এনিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেন, চারজন মারা গিয়েছেন। পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। বাকিদের তাড়াতাড়ি উদ্ধার করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁরা পাশের গ্রামেরই লোক।

আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

Continues below advertisement
Sponsored Links by Taboola