আশিস বাগচি, মুর্শিদাবাদ: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) নির্ঘণ্ট ঘোষণা হতেই আজ থেকে শুরু মনোনয়ন। আর তা ঘিরেই দিনভর চলল অশান্তি। সাটুই-র জনসভায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ' মনোনয়নের সময় গন্ডগোল পাকালে, হাসপাতালের বেড তৈরি রাখুন।'


 'নমিনেশনে কেউ গন্ডোগোল করলে হাসপাতালের সিট খালি করে রাখুন'


এদিন দিলীপ ঘোষ বলেন, 'আগে এসএসসির চেয়ারম্যান বলেছেন ৩৮ হাজার লোকের কাছে থেকে টাকা নিয়েছে। ২০ হাজার লোক টাকা দিয়ে চাকরি পায়নি। পঞ্চায়েত ভোট হবে, যখন নেতারা প্রচারে আসবে, তখন নেতাদের কলার চেপে ধরুন। যারা টাকা নিয়ে চাকরি দেয়নি, ঘর দেয়নি, তাঁদের ধরুন, আর আম গাছে, কাঁঠাল গাছে বেঁধে রাখুন। বাকিটা আমরা দেখে নেব। দিলীপ ঘোষের হুঙ্কার। পঞ্চায়েত ভোটের নমিনেশন করতে গেলে কেউ যদি গন্ডোগোল করতে আসেন তবে হাসপাতালের সিটগুলিও খালি করে রাখুন, কে যাবে কেউ জানে না।'


'আমরা এর নিন্দা করছি'


গতকাল সুকান্ত মজুমদার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণায় বলেছেন, 'আমরা এর নিন্দা করছি, প্রয়োজনে আমরা কোর্টে যাব'। পাশাপাশি 'রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূ্র্ণ ভোট করা সম্ভব নয়', মন্তব্য শমীকের।গত ২০১৮-র ১৪ মে রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। জেলা পরিষদের ৯২৮টি আসনে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯হাজার ৭৩০টি আসনে ভোট হবে। ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


 অপরদিকে, শাসকদলের তরফে পুরভোট নিয়ে প্রস্তুত দল, ইতিমধ্যেই বার্তা দিয়েছে শীর্ষনেতারা। পুরভোট এবং পঞ্চায়েত ভোটে, রাজ্য নির্বাচন কমিশন এবং বিধানসভা নির্বাচনে , কেন্দ্রীয় নির্বাচনের ভূমিকার উদাহরণ টেনে কুণাল ঘোষ গতকাল বলেন, 'ত্রিপুরায় যখন হচ্ছে, এখানে ব্যতিক্রম হবে কেন ?' কুণালের সংযোজন, '..কেন্দ্রীয় বাহিনী কেন আসবে না ? এটা যেনও মামার বাড়ির আবদার',  অপরদিকে, এদিন শান্তনু সেন বলেন, 'যে স্টুডেন্ট সারাবছর পড়াশোনা করে, সেই স্টুডেন্টকে ভাবতে হয় না, যে পরীক্ষার তারিখ কবে ঘোষণা করা হবে। বা সেই স্টুডেন্টকে ভাবতে হয় না আমি পরীক্ষায় পাশ করব না ফেল করব ?'