নয়াদিল্লি: ফের আগুনের গ্রাসে ট্রেন (Fire Incident)। দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। দেশজুড়ে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনার মুখোমুখী হয়েছে ভারতীয় রেল। এবার ফের উৎসবের মরশুমে, ফের অঘটন !উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে অগ্নিকাণ্ড। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে দুর্ঘটনা।


ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা 


বালেশ্বর, বিশাখাপত্তনমের পর এবার ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ' যাত্রীরা সুরক্ষিত আছেন', বলে দাবি রেলের। শেষ অবধি পাওয়া খবরে, মূল ট্রেনের যে কামরাগুলি ক্ষতিগ্রস্থ হয়নি, সেগুলির থেকে জ্বলন্ত কামরাগুলিকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর বাকি ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এবং যেসকল যাত্রীরা এই পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদেরকে গন্তব্যে পৌঁছনোর জন্য রেলের তরফে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।


উদ্বেগের মুখে ভারতীয় রেল


 ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে আশা করা হচ্ছে, এই দুর্ঘটনার জেরে আগামী কিছুক্ষণ রেল চলাচল ব্যহত হবে। তবে এই ঘটনায় রীতিমত বিব্রত হয়েছে ভারতীয় রেল। কারণ মাত্র কয়েকমাস আগেই ঘটেছিল ভয়াবহ রেল দুর্ঘটনা। তাই এই যাত্রায় 'যাত্রীরা সুরক্ষিত' থাকলেও, ফের অগ্নিকাণ্ডে কার্যতই উদ্বেগের মুখে শীর্ষ স্থানীয় আধিকারিকরা। তাই এবার কীভাবে ফের এই আগুন লাগার ঘটনা ঘটল, সেটাও খতিয়ে দেখছে ভারতীয় রেল। 


৫ মাসের মধ্যে চতুর্থ রেল দুর্ঘটনা


মূলত বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ৫ মাসের মধ্যে চতুর্থ রেল দুর্ঘটনা। ২ জুন বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় হয়েছিল ২৯৬ জনের মৃত্যু।২৬ অগাস্ট মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছিল। ১১ অক্টোবর বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়েছিল দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। মৃত্যু হয়েছিল ৫ জনের, আহত হয়েছিলেন অন্তত ৩০ জন। ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ১৩ জনের।অন্তত ৫০ জন আহত হন। আর আজ উত্তরপ্রদেশের এটওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


আরও পড়ুন, সামনেই মাধ্যমিকের টেস্ট, আগুনে পুড়ে ছাই জয়নগরের পরীক্ষার্থীর সমস্ত বই


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)