রাঁচি : ইঞ্জিন ছাড়াই দৌড়ল ট্রেন ! ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জে ট্রেন লাইনে গড়িয়ে গেল ট্রেনের ৫টি বগি। প্রায় ২০০ মিটার গড়িয়ে গেল ৫টি বগি খোলা রেলগেট, স্থানীয়দের যাতায়াতের মধ্যেই চলন্ত ট্রেন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রেলকর্মীদের অবহেলার জেরে এই কাণ্ড, অভিযোগ স্থানীয়দের। জানা যাচ্ছে, মাল ওঠানো-নামানোর জন্য ট্র্যাক পাতা ছিল। দিঘি মেন রুটে যাতে এই রকমের কোনও দুর্ঘটনা না ঘটে, তাই ব্যারিয়ার লাগানোর দাবি দীর্ঘদিনের, যদিও তা এখনও কার্যকর হয়নি।


এদিন হঠাৎ করেই দেখা যায়, ইঞ্জিন ছাড়া কয়েকটি বগি হঠাৎ করেই সরে যেতে শুরু করে। শুধু তাই-ই নয়, ট্রেনটি পিছিয়ে ছুটে যাচ্ছিল যেখানে সেখানে প্ল্যাটফর্মের (Train Platform) কাছে অনেক যাত্রী অপেক্ষা করেছিলেন। উল্টোদিক থেকে আসছিল একটি ট্রেনও। যার ফলে শেষপর্যন্ত ভয়ানক এক পরিস্থিতি তৈরি হতে পারত। সৌভাগ্যবশত তেমন কোনও ঘটনা ঘটেনি।


গোটা দেশ ওখনও করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Caramandel Express Tragedy) শোক, ভয়াবহতা পুরোপুরি ভুলে ওঠেনি। তার মাঝেই কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল। স্থানীয় রেলকর্তাদের তরফে ঘটনা নিয়ে এখনও সেভাবে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


স্থানীয়দের তরফে অবশ্য এলাকার রেলকর্তাদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হচ্ছে। জানা যাচ্ছে, স্থানীয়দের একাংশের বক্তব্য, গোটা ঘটনা নিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন, যাতে রেলের উচ্চপর্যায়ে ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।


আরও পড়ুন- ট্রেন লাইনে 'সেলফি' তুলতে গিয়ে হাওড়ায় মৃত্যু কিশোরের


প্রসঙ্গত, দিন দুয়েক আগেই  ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন লাগে (Fire Incident)। শীতাতপ নিয়ন্ত্রিত বি-১ কোচে আগুন লাগে বলে জানা গিয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, মালদা স্টেশন ছাড়তেই ওই ট্রেনে আগুন ধরে যায়। এরপরেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনটি। কিন্তু কেন কী করে লাগল আগুন ? খতিয়ে দেখছে রেল (Indian Railway)।                                                   


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial