অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ট্রেনের টিকিট বুকিং সিস্টেমে এবার উল্লেখযোগ্য পরিবর্তন করল ভারতীয় রেল। আর ৪ মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে। ২ মাস আগে বুক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট।


ভারতীয় রেলের তরফে জানান হয়েছে, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হবে। যাত্রীদের সুবিধার্থেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি রেলের। ট্রেনের টিকিট বুকিং করার প্রক্রিয়াটি আরও সহজতর করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের অগ্রিম টিকিট বুক করার উইন্ডো ১২০ দিন থেকে কমিয়ে মাত্র ৬০ দিনে করার সিদ্ধান্ত নিয়েছে।




 


আরও পড়ুন, ভাসছে গাড়ি, শহরের রাস্তা যেন বিশাল এক নদী! ভয়াবহ দৃশ্য দুর্গাপুর শহরের এই ওয়ার্ডে!


যদিও যারা ইতিমধ্যেই ট্রেনের টিকিট বুক করেছেন, চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানান হয়েছে। বুকিং পলিসিতে এই পরিবর্তিত নিয়মের প্রয়োগের আগে থেকেই করা রিজার্ভেশনে এর প্রভাব পড়বে না। 


টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের আরও যাতায়াত আরও পরিকল্পিত এবং সুনিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।                                                                                                                             


পাশাপাশি রেল যাত্রাকে আরও স্বচ্ছন্দ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কাজে লাগিয়ে পরিষেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছে রেল এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকী, এআই মডেল ট্রেনের বুকিং চেক করার জন্য ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।                                                                 


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে