কর্ণাটক: বেঙ্গালুরুতে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে চরম ভোগান্তি। প্রভাব পড়ল পরিবহণেও (Transport)। ঝড়ের জেরে (Strom), শহরের একাধিক এলাকায় শিকড় উপড়ে গাছ পড়ে রয়েছে রাস্তায়। কোথাও আবার বাড়ির চালার উপর, কোথাওবা দোতালার বাড়ির বারান্দায় কারেন্টের তার ছিড়ে পড়েছে। এদিকে প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে রাস্তাতেও জল জমে একাকার (Water logging)। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে এলাকার বাসিন্দারা। 





;






প্রসঙ্গত, প্রবল ঝড়বৃষ্টির জেরে চরম ভোগান্তির মুখোমুখি হয়  হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat)। প্রবল ঝড়বৃষ্টির জেরে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার প্রায় মাঝরাতে সাড়ে সাত ঘন্টা দেরিতে হাওড়া স্টেশন এর ২২নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় হাওড়া-পুরী বন্দে ভারত । রাত প্রায় আড়াইটে নাগাদ বন্দে ভারত এসে পৌঁছয় হাওড়া স্টেশন ( Howrah Station)। যার জেরে আজ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।


রবিবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার জাজপুরে বৈতরণী নদীর ওপর দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন। বন্ধ হয়ে যায় আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি পুরী-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেসে। রবিবার, দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বিকেল, ৪ টে ৩৫ মিনিটে ওড়িশার জাজপুর স্টেশন ছাড়ার কিছু পরে বিকল হয়ে যায় ট্রেনটি।বৈতরণী নদীর ব্রিজের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বন্দে ভারত।


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


বেঙ্গালুরুতে যখন প্রাকৃতিক দুর্যোগের জেরে চরম ভোগান্তি,  ঠিক তখনই পশ্চিমবঙ্গেও তীব্র গরমের মাঝেই সুখবর দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের প্রথম কাজের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। মঙ্গল ও বুধবার রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে । সব জেলাতেই, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও আছে , সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।