শনিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ অযোধ্যা মামলার রায়ে কেন্দ্রকে বিতর্কিত জমিতে ট্রাস্ট গড়ে রামমন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়ার নির্দেশও দিয়েছে। রাম জন্মভূমি ন্যাসের হাতে ২.৭৭ একর জমি তুলে দিতে বলেছে বেঞ্চ। প্রধান বিচারপতি বলেছেন, কেন্দ্রীয় সরকার ট্রাস্ট গঠনের জন্য ৩-৪ মাসে একটি প্রকল্প তৈরি করবে। ট্রাস্ট পরিচালনা ও মন্দির নির্মাণের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
২০১০ সালের এলাহাবাদ হাইকোর্টের রায়ে রামলালা বিরাজমান, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া-এই তিন পক্ষের মধ্যে অযোধ্যার ২.৭৭ একর জমি সমান ভাগে বন্টন করতে বলা হয়। তাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একগুচ্ছ পিটিশনের ওপর আজ রায় দেয় শীর্ষ আদালত।
আজ আরেক বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর জোশীও শীর্ষ আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, রায়কে স্বাগত জানাই, তবে যে ট্রাস্ট রামমন্দির তৈরির ভার পেয়েছে, তাদের সব মানুষকে ঐক্যবদ্ধ রাখার বিষয়টিও মাথায় রাখতে হবে। এই প্রবীণ নেতা আরও বলেন, আজকের রায়কে সব সম্প্রদায়েরই ‘খোলা মনে’ মেনে নেওয়া উচিত।