রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০২১ সালের আগস্টে সভাপতিত্বের দায়িত্ব নেবে ভারত। আবার ২০২২ সালে এক মাসের জন্য দায়িত্ব নেবে ভারত। প্রত্যেক দেশকে এই সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়। নামের আদ্যাক্ষরের ভিত্তিতে এক মাসের জন্য এই দায়িত্ব পায় দেশগুলি। স্পষ্টতই, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই পতাকা উত্তোলন দেশের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়।
নিরাপত্তা পরিষদে পতাকা উত্তোলনের এই রীতি শুরু হয় ২০১৮ সালে। কাজাখস্তানের পতাকা প্রথম উত্তোলন করা হয়। পুরনো নির্বাচিত সদস্যকে দিয়ে নতুন নির্বাচিত সদস্য দেশের পতাকা উত্তোলন করানো হয়। এর মাধ্যমে বোঝানো হয়, পুরনো সদস্য নতুন সদস্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একইসঙ্গে এই রীতির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কাজাখস্তানের রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি কাইরাত উমারভো একথা জানান ২০১৯ সালের অনুষ্ঠানে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যকে নিয়ে এই অনুষ্ঠান হয়। কাইরাত উমারভো বলেন এই অনুষ্ঠান আসলে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক রীতি।