কলকাতা: এসএসকেএমে তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাজির ঘনিষ্ঠ আত্মীয়ের কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টা। ৪ বছর পর, ঘটনাকে নিন্দাযোগ্য বলে মন্তব্য করে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, চিকিৎসক তথা তৃণমূলের বিধায়ক নির্মল মাজি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চিকিৎসক রাজেন্দ্র পাণ্ডে এবং প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্রকে সতর্ক করল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া।
২০১৫ সালের ১০ জুন, এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে তৃণমূল নেতা নির্মল মাজির ঘনিষ্ঠ আত্মীয়ের কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টা হয়। আপত্তি জানান নেফ্রোলজি বিভাগের চিকিত্সক অর্পিতা রায়চৌধুরী। সেসময় নেফ্রোলজি বিভাগের প্রধান ছিলেন চিকিত্সক রাজেন্দ্র পাণ্ডে এবং এসএসকেএমের অধিকর্তা ছিলেন প্রদীপ মিত্র। এই ঘটনায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানান আমেরিকাবাসী চিকিৎসক কুণাল সাহা। এরপর তিনি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতে চারবছর পর, ঘটনার নিন্দা করে তিন চিকিৎসককে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া।
নির্মল মাজি জানিয়েছেন, সংবাদপত্রের রিপোর্টিংয়ের ভিত্তিতে মামলা হয়েছিল। তা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে। এরপর কে কোথায় অভিযোগ করেছেন, তা জানা নেই। আমি এনিয়ে কোনও চিঠি পাইনি।