টিভি অভিনেতা পারস ছাবড়া উৎপীড়নের চেষ্টা করেন, প্রকাশ্যে এল সানি লিওনের অভিযোগ
ABP Ananda, Web Desk | 19 Oct 2019 10:13 AM (IST)
জানা গিয়েছে, সানি যখন ওই অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তখন পারস তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।
মুম্বই: বিগ বস ১৩-এর অন্যতম প্রতিযোগী পারস ছাবড়ার বিরুদ্ধে সানি লিওন যৌন উৎপীড়নের অভিযোগ করেন। ২০১৫ সালে এই অভিযোগ করেন তিনি। সে সময় সানি স্প্লিটস ভিলা শো-র সঞ্চালক ছিলেন। অনুষ্ঠানের প্রযোজকদের কাছেও এ ব্যাপারে অভিযোগ করেন সানি। জানা গিয়েছে, সানি যখন ওই অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তখন পারস তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাঁর সঙ্গে শ্যুটিংয়ে থাকতেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার, তা সত্ত্বেও পারস থামেননি বলে অভিযোগ। প্রথমে পাত্তা দেননি সানি। কিন্তু বিষয়টা হাত থেকে বেরিয়ে যাওয়ায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন তিনি। প্রযোজনা সংস্থাকে বলেন, এই অনুষ্ঠানে পারসকে যেন ডাকা না হয়। তবে পারস সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সানির ব্যক্তিত্ব সকলকে আকৃষ্ট করে, তিনিও আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন সানিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেন তিনি।