আগরতলা : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করা হল ১১ জন তৃণমূল নেতা-নেত্রীকে। গতকাল আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূলের ১১ জন নেতা-নেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ত্রিপুরায় থানার সামনে বিক্ষোভ দেখানোয় তাঁদের গ্রেফতার করা হয়। এদিকে তাঁদের পাশে দাঁড়াতে আজ সকালেই আগরতলার উদ্দেশে রওনা দেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। আক্রান্ত তৃণমূল নেতাদের পাশে দাঁড়াতে আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।


গতকাল ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। কয়েক ঘণ্টার মধ্যে ত্রিপুরায় তৃণমূলের ওপর পুনরায় হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 


তৃণমূলের আক্রান্ত নেতা-নেত্রীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তায় আমবাসা থেকে যখন তাঁরা ফিরছিলেন, সেই সময় ফের হামলা চালায় বিজেপি। গাড়ির ভাঙা জানালায় ফের বাঁশের বাড়ি মারা হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আক্রান্তদের দাবি, ত্রিপুরায় নিরাপদ নয় পুলিশও। দ্বিতীয়বারের হামলায় এক এসআই আহত হয়েছেন বলে দাবি যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর।


এদিকে ঘটনার পর নিরাপত্তার দাবিতে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহা-রা। রাতভর চলে বিক্ষোভ। পরে মহামারী আইনে গ্রেফতার করা হয় ১১ জন তৃণমূল নেতাকে। ধৃতদের আজই আদালতে পেশ করা হবে। এদিকে, আজ সকালে কলকাতা থেকে আগরতলা রওনা দেন ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ-রা।


কুণাল ঘোষের অভিযোগ, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের জন্য হোটেল এবং সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে অসহযোগিতা করা হচ্ছে।


এদিকে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা প্রসঙ্গে দিনহাটায় হুমকির সুরে উদয়ন গুহ বলেন, " বিজেপি হামলা করবে, এখানে পুজো হবে না। আক্রমণ করলে, রজনীগন্ধা দেব না। আপনারা সাবধনা হন, সতর্ক থাকুন। নাহলে আগামী দিনে আপনাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।"