আগরতলা: হঠাত্‍ ইস্তফা বিপ্লব দেবের (Biplab Deb)। ত্রিপুরার (Tripura) নতুন মুখ্যমন্ত্রীর নাম (Manik Saha) ঘোষণা হতেই উত্তেজনা। বিপ্লব দেব মানিক সাহাকে উত্তরীয় পরানোর সময়ে হইহট্টগোল বাধে। বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট মন্ত্রী রামপ্রসাদ পাল। হাতাহাতিতে জড়ালেন ত্রিপুরার মন্ত্রী ও কয়েকজন বিধায়ক। নিরাপত্তারক্ষীরা দু’পক্ষকে সরিয়ে দেয়।


বিধানসভা ভোটের (Assembly Election) এক বছর আগেই বিজেপিশাসিত ত্রিপুরায় (Tripura) নাটকীয় মোড়! শনিবারের বারবেলায় আচমকা ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব! কী কারণে হঠাত্‍ করে পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব? বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে! সেই কারণেই কি সরানো হল বিপ্লব দেবকে? শুরু জল্পনা! সূত্রের খবর, বিপ্লব দেবকে রাজ্যসভার সাংসদ করতে পারে বিজেপি। 


উল্লেখ্য, বিপ্লব দেবের পরে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠক করে বিজেপি (BJP)। বৈঠকে উপস্থিত ছিলেন, ভূপেন্দ্র যাদব, বিনোদ তাওড়ে। বৈঠকের জন্য ডাকা হয় রাজ্য সভাপতি মানিক সাহাকেও। আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছে ৫ জনের নাম।


আরও পড়ুন: প্রতিশ্রুতি পূরণ না হওয়া অবধি আন্দোলন চলবে! পাটের দাম নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কী পদক্ষেপ অর্জুনের ?


জিষ্ণু দেববর্মা, মানিক সাহা, প্রতিমা ভৌমিককে নিয়ে জল্পনা। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অতুল দেববর্মা, প্রণজিত্‍ সিংহ রায়। এই মুহূর্তে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন জিষ্ণু দেববর্মা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অতুল দেববর্মা ত্রিপুরার কৃষ্ণপুরের বিধায়ক এবং প্রণজিত্‍ সিংহ রায় এখন ত্রিপুরার পর্যটন ও কৃষিমন্ত্রী। 


প্রসঙ্গত, এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর বিপ্লব দেব বলেন, আশাকরি, আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। প্রত্যেকের কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। আমাকে যেখানেই রাখা হোক না কেন, বিপ্লব দেব সব জায়গায় ফিট। ।