আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিপ্লব দেব ছাড়া থাকেন তাঁর মা মীনা, স্ত্রী নীতি ও ২ সন্তান। এর আগে বিজেপি বিধায়ক রামপদ জামাতিয়া ও বিজেপির সহযোগী দল ইনডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার করোনা ধরা পড়েছে। জামাতিয়াকে অবশ্য অল্পদিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় এখনও পর্যন্ত ৫,৩৯২ জন করোনা পজিটিভ, এঁদের মধ্যে ৩,৬৭৫ জন সেরে উঠেছেন। ২৮ জন করোনায় মারা গিয়েছেন, ২ জন করেছেন আত্মহত্যা। বাড়ির ২ জনের করোনা, আইসোলেশনে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 02:25 PM (IST)
ত্রিপুরায় এখনও পর্যন্ত ৫,৩৯২ জন করোনা পজিটিভ, এঁদের মধ্যে ৩,৬৭৫ জন সেরে উঠেছেন। ২৮ জন করোনায় মারা গিয়েছেন, ২ জন করেছেন আত্মহত্যা।
আগরতলা: নিজে করোনা নেগেটিভ হলেও এক সপ্তাহের জন্য হোম আইসোলেশনে গিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর পরিবারের ২ সদস্যের করোনা হওয়ায় বিপ্লবের এই সিদ্ধান্ত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু যাবতীয় নির্দেশিকা মেনে আগামী ৭ দিন আইসোলেশনে থাকবেন তিনি। এই ৭ দিন বাড়ি থেকেই অফিসের কাজকর্ম সামলাবেন।