আগরতলা: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ত্রিপুরায়। পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কা। একেবারে দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যানটি। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার পর রেললাইনের উপর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বহু যাত্রী নেমে আসেন ট্রেন থেকে। এই ঘটনাতেও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। (Tripura Train Accident)
ত্রিপুরার ধলাই জেলায় এসকে পাড়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। একটি প্যাসেঞ্জার ট্রেন ও পিকআপ ভ্যানের মধ্যে ধাক্কা লাগে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগরতলা-শিলচর প্যাঞ্জার ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে একটি মালবোঝাই বোলেরো গাড়ির। লংতরাই ভ্যালি সাবডিভিশনের অন্তর্গত সিন্ধুকুমার পাড়া দিয়ে ট্রেনটি লেভেল ক্রসিং পার হচ্ছিল। (Train Accident News)
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে আসার সময়ই লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল গাড়িটি। কিন্তু সেই চেষ্টায় সফল হওয়ার আগেই তীব্র গতিতে ছুটে এসে গাড়িটিতে ধাক্কা মারে ট্রেনটি। গাড়িটি একেবারে খেলনার মতো উড়ে পড়ে যায় রেললাইনের পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং আরও দু'জনের।
খবর পেয়ে পুলিশ এবং রেলের আধিকারিকরা সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তদারকিতেই শুরু হয় উদ্ধারকার্য। স্থানীয় মানাু হাসপাতালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়। কী করে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রেন আসার সময় লেভেল ক্রসিং বন্ধ থাকার কথা। তা সত্ত্বেও গাড়িটি কী ভাবে রেললাইন পেরনোর চেষ্টা করছিল, উঠছে প্রশ্ন। রেলের তরফে গাফিলতির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি লাইনে দাঁড়িয়ে রয়েছে। বহু মানুষ নেমে এসেছেন নীচে। অন্য দিকে, রেললাইনের পাশে দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে রয়েছে পিকআপ ভ্যানটি। মৃতদের যে ছবি দেখা গিয়েছে, তা দুঃসহ। গোটা ঘটনায় রেলের দিকেই আঙুল তুলছেন অনেকে। ট্রেন আসা সত্ত্বেও কেন লেভেল ক্রসিং খোলা ছিল, প্রশ্ন তুলছেন তাঁরা। সাম্প্রতিক কালে একাধিক ট্রেন দুর্ঘটনায় রেলের গাফিলতি ধরা পড়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিলাসপুরে মেমু ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে মালগাড়ির। ১১ জন প্রাণ হারান। উত্তরপ্রদেশের চুনরেও দুর্ঘটনায় ছ'জনের প্রাণ যায়।