পারথ: ক্রিকেটের চিরন্তন লড়াই শুরু হওয়ার পথে। ২২ গজের সবচেয়ে পুরনো যুদ্ধ। ঐতিহাসিক অ্য়াশেজ। আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) টেস্ট মহারণ, যা অ্য়াশেজ নামেই পরিচিত। নিজেদের ঘরের মাঠে এবার অ্য়াশেজের (Ashes 2025) লড়াইয়ে খেলতে নামবে অজি বাহিনী। তারাই বর্তমানে অ্য়াশেজ দখলে রেখেছে। তবে সিরিজের প্রথম ম্য়াচেই কিছুটা ব্যাকফুটেও রয়েছে তাঁরা। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই নামতে হচ্ছে প্রথম টেস্টে। এছাড়াও তারকা পেসার জশ হ্যাজেলউডকেও পাওয়া যাবে না। ইংল্যান্ড সিরিজে অবশ্য চোট আঘাতের কোনও সমস্যা নেই। 

Continues below advertisement

অ্য়াশেজ সিরিজে আজ কােন দুটো দল মুখোমুখি হবে?

Continues below advertisement

অ্যাশেজের প্রথম টেস্টে আজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হবে।

কোথায় খেলা হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বৈরথ?

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বৈরথ হবে পারথের ওপ্টাস ক্রিকেট স্টেডিয়ামে।

কখন শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট?

আগামীকাল ২১ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, খেলা শুরু হবে ভারতীয় সময়ে সকাল ৭.৫০ এ।

কোথায় দেখবেন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট?

অ্যাশেজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্য়াচটি হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে অস্ট্রেলিয়া বনাম ইংল্য়ান্ড মহারণ।

চোটের জন্য প্রথম টেস্টে খেলবেন না প্য়াট কামিন্সকামিন্সের মতই চোটের শিকার জশ হ্যাজেলউড। তাঁকেও পারথে প্রথম টেস্টে পাওয়া যাবে না। যার জন্য দরজা খুলে গিয়েছে তরুণ পেসার ব্রেন্ডন ডগেট ও ব্যাটার জ্যাক ওয়েদারল্যান্ডের। দুজনেই টেস্ট অভিষেক করতে চলেছেন পারথেএছাড়া ওপেনিং পজিশনে দেখা যাবে উসমান খাওয়াজার সঙ্গে ওয়েদারল্যান্ডকে। তিন নম্বর স্লটে খেলবেন মার্নাস লাবুশেন। ক্যাপ্টেন স্টিভ স্মিথকে দেখা যাবে চার নম্বর পজিশনে খেলতে। পাঁচে নামবেন ট্রাভিস হেড। একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্য়ামেরন গ্রিনউইকেট কিার ব্যাটার হিসেবে দেখা যাবে অ্য়ালেক্স ক্যারিকে। তিন পেসার মিচেল স্টার্ক, ডগেট ও অভিজ্ঞ স্কট বোল্যান্ড। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন নাথান লিঁয়। ইংল্যান্ড শিবির অবশ্য কোনও সমস্য়া নেই। বেন স্টোকসের নেতৃত্বেই খেলতে নামবে ইংল্যান্ড। তবে কোনও স্পেশালিস্ট স্পিনার ছাড়াই পারথ টেস্টে খেলতে নামবে ইংরেজ বাহিনী।