ভোপাল: রাস্তার ধারে ভ্যাকসিন ভর্তি ট্রাক। আর সেই ট্রাক ফেলে পালাল চালক। ঘটনা মধ্যপ্রদেশের। সারা দেশের একাধিক রাজ্যে ভ্যাকসিনের হাহাকার। সেই আবহে এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।


পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের নরসিংহপুরের করেলি বাস স্ট্যান্ড। এদিন রাস্তার ধারে দেখা যায় একটি ট্রাক। সন্দেহভাজন ওই ট্রাক দেখে তল্লাশি শুরু করেছ পুলিশ। দেখা যায়, তাতে রয়েছে ভ্যাকসিন। প্রায় আড়াই লক্ষ কোভ্যাকসিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় রাস্তার ধারে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রাক। নেই চালক। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে যায় করেলি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ভারত বায়োটেকের প্রস্তুত করা ২ লক্ষ ৪০ হাজার কোভ্যাকসিন মেলে।


পুলিশ জানিয়েছে, ট্রাকে বাতানুকূল যন্ত্র ছিল। ফলে ভ্যাকসিন নষ্ট হয়নি। যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া গিয়েছে তার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে চালকের ফোনের অবস্থান দেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ নিয়ে কোনও সূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন করেলি থানা পুলিশ অফিসার।


দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হয়েছে আজ থেকে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারছেন এই টিকা। গত ১৯ এপ্রিল ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্র। এর আগে এরাজ্য সহ অন্যান্য রাজ্যের পক্ষ থেকে একাধিকবার ভ্যাকসিন কম বলে অভিযোগ করা হয়।


এদিকে  মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ১ মে থেকে রাজ্যে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান শুরু হচ্ছে না। কারণ, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি এখনই এর জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের জায়গায় নেই। টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল এরাজ্যেও। কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য টিকাকরণ আজ থেকে শুরু হল না। এই তালিকায় আছে দিল্লি, কর্নাটক, গোয়ার মতো রাজ্যও।