নয়াদিল্লি: বিদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা রদ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে যাবতীয় এইচ১বি অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য ভিসা এবং এইচ৪ ভিসা। এ বছরের শেষ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
এল১ ভিসা যা কোম্পানির নিজস্ব ট্রান্সফারের জন্য ও জে১ ভিসা যা মূলত কাজে লাগে চিকিৎসক ও গবেষকদের, সে সবও রদ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, এর ফলে আমেরিকার শ্রমিক সমাজ উপকৃত হবে। এক বরিষ্ঠ আধিকারিক দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর করা এই নির্দেশ অস্থায়ী, এর ফলে মার্কিন শ্রমিকদের জন্য ৫২৫,০০০টি কাজের সুযোগ তৈরি হবে।
শোনা যাচ্ছে, ভিসা ইস্যু করা সংক্রান্ত পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। ৮৫,০০০ এইচ১বি ভিসার জন্য এখন যে লটারি করা হয়, তা বদলে যোগ্যতার নিরিখে ভিসা দেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, যোগ্যতাকে গুরুত্ব দেওয়ায় কর্মীদের বেতনও বাড়বে আগের থেকে। প্রাথমিক স্তরে চাকরির জন্য মার্কিন নাগরিকদের সঙ্গে বিদেশি কর্মীদের যে প্রতিদ্বন্দ্বিতা হয় তাও শেষ হয়ে যাবে। চাকরির আউটসোর্সিংও বন্ধ করে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন।
এইচ১বি ও এইচ৪ ভিসা রদ করে দিল ট্রাম্প প্রশাসন, এ বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2020 08:37 AM (IST)
শোনা যাচ্ছে, ভিসা ইস্যু করা সংক্রান্ত পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। ৮৫,০০০ এইচ১বি ভিসার জন্য এখন যে লটারি করা হয়, তা বদলে যোগ্যতার নিরিখে ভিসা দেওয়া হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -